২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়তে তৈরি হওয়া 'ইন্ডিয়া' মঞ্চ নিয়ে জট কিছুতেই কাটছে না। এবার পাঞ্জাবে 'একলা চলো' নীতির ওপর জোর দিচ্ছে আপ ও কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। তবে শীর্ষ নেতৃত্ব কী করবেন তা এখনও চূড়ান্ত নয়।
মঙ্গলবারই বিজেপির বিরোধী দলগুলির মিলিত মঞ্চ 'ইন্ডিয়া' শিবিরের বৈঠক হয়েছে দিল্লিতে। সেই বৈঠক থেকে চূড়ান্ত কিছু স্থির না হলেও, সূত্র মারফত জানা গেছে জোটের প্রধান মুখ হিসেবে উঠে এসেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম। সেই নামে সমর্থন জানিয়েছেন আপ হাইকম্যান্ড অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে যখন একমঞ্চে দেখা যাচ্ছে আপ ও কংগ্রেসকে তখন পাঞ্জাবের রাজনৈতিক অঙ্ক অন্য কথা বলছে।
সূত্রের খবর, পাঞ্জাব আপ জানিয়েছে রাজ্যে কোনোভাবেই কংগ্রেসের সাথে লোকসভা নির্বাচনে জোট করবে না তারা। কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে প্রতিটি আসনে প্রার্থী দেবে।
অন্যদিকে, পাঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দর সিং রাজা জোটের পক্ষে একটি কথাও বলেননি। বরং একলা চলোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পাঞ্জাবের ১৩টি লোকসভা আসনেই প্রার্থী দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি।
শুধু পাঞ্জাবেই নয়। ইন্ডিয়া মঞ্চের জট রয়েছে পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্যগুলিতেও। পশ্চিমবঙ্গ কংগ্রেসের একাধিক নেতৃত্ব তৃণমূলের সাথে জোট করতে নারাজ। সিপিআইএম-র অবস্থানও একই। সিপিআইএম-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রথম থেকেই বলছেন তৃণমূলের সাথে রাজ্যে কোনোভাবেই জোট হবে না।
একাধিক রাজ্যে যদি এইভাবে একলা চলো নীতি প্রতিষ্ঠিত হতে থাকে তাহলে বিজেপি বিরোধী শক্তি হিসেবে 'ইন্ডিয়া' মঞ্চ কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন