ছত্তিশগড়ে ফের সরকার গঠন করতে পারে কংগ্রেস। অন্যদিকে, সরকার গড়তে না পারলেও ভোট শতাংশে উন্নতি হবে বিজেপির। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে এবিপি-সিভোটার সমীক্ষায়।
মঙ্গলবার ছত্তিশগড় বিধানসভার প্রথম দফার নির্বাচন। তার আগে সোমবার প্রকাশিত হয়েছে সি-ভোটার সমীক্ষা। রিপোর্ট বলছে, ২০১৮ সালে যেভাবে সে রাজ্যের দীর্ঘ গেরুয়া রাজ শেষ করে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নেতৃত্বে সরকার গড়েছিল কংগ্রেস, এবারেও তার অন্যথা হবে না। তবে ২০১৮ সালের তুলনায় বিজেপির ভোট শতাংশের হার অনেকটাই বাড়বে বলে জানিয়েছে সি-ভোটার সমীক্ষার রিপোর্ট।
২০০৩ সালের বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে সরকার গড়েছিল ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নেতৃত্বে ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনেও জিতে মোট ১৫ বছর রাজ্য শাসন করেছিল গেরুয়া শিবির। ২০১৮ সালে কংগ্রেস সেই সরকারের পতন ঘটিয়ে ভূপেশ বাঘেলের নেতৃত্বে সরকার গঠন করে। এবিপি সি-ভোটার সমীক্ষা বলছে, এবারও সরকার গড়বে কংগ্রেস। গত নির্বাচনে কংগ্রেস যেখানে ৪৩.১ শতাংশ ভোট পেয়েছিল, এবারে তা বেড়ে হতে পারে ৪৪.৮ শতাংশ। আবার ভোট শতাংশ বাড়বে বিজেপিরও। ২০১৮ সালের নির্বাচনে হারানো জমির অনেকটাই ফিরে পাবে বিজেপি।
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে প্রাপ্ত ৩৩ শতাংশ ভোট বেড়ে এবারে ৪২.৭ শতাংশ হতে পারে বিজেপির। কিন্তু অন্যদিকে, বাকি দলগুলি তাঁদের ভোটের শতাংশে ব্যাপক হ্রাস দেখবে বলেই মত সি-ভোটার সমীক্ষার। ২০১৮ সালে যেখানে অন্যান্য দলগুলি সম্মিলিতভাবে ২৩.৯ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে এবারের নির্বাচনে সেটা কমে গিয়ে দাঁড়াতে পারে মাত্র ১২.৫ শতাংশে।
সমীক্ষা আরও জানিয়েছে, খুব অল্প হলেও ভোট শতাংশে বৃদ্ধির মাধ্যমে খুব সহজেই ৯০ সদস্য বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে কংগ্রেস। তবে ২০১৮ সালের নির্বাচনের তুলনায় আসন সংখ্যা কমতে পারে। আসন্ন নির্বাচনে কংগ্রেসের ৪৫ থেকে ৫১টি আসন দখলের সম্ভাবনা রয়েছে, যেখানে ২০১৮ সালে ৬৮টি আসন নিজেদের দখলে রেখেছিল তারা। অন্যদিকে, এবারে বিজেপির ঝুলিতে যেতে পারে ৩৬ থেকে ৪২টি আসন। প্রসঙ্গত, গত বিধানসভায় মাত্র ১৫টি আসন জিতেছিল ভাজপা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন