পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এক জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করলো এবিপি নিউজ সি ভোটার। যে সমীক্ষা রিপোর্ট অনুসারে নির্বাচন হতে চলা পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র ছত্তিশগড়েই কোনও প্রতিষ্ঠান বিরোধিতার ছবি দেখা যাচ্ছে না। উল্লেখ্য, ছত্তিশগড়ে বর্তমানে কংগ্রেস সরকার। এছাড়া আর যে যে রাজ্যে নির্বাচন হতে চলেছে তার মধ্যে আছে রাজস্থান (কংগ্রেস), মধ্যপ্রদেশ (বিজেপি), তেলেঙ্গানা (বিআরএস), মিজোরাম (এমএনএফ)।
এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষা অনুসারে, সবথেকে বেশি প্রতিষ্ঠান বিরোধিতা দেখা যাচ্ছে তেলেঙ্গানায় এবং প্রতিষ্ঠান বিরোধিতা প্রায় নেই বললেই চলে ছত্তিশগড়ে।
সমীক্ষা রিপোর্ট অনুসারে তেলেঙ্গানার ২৯.৩ শতাংশ মানুষ সরকারের কাজে সন্তুষ্ট। অন্যদিকে ৩৬.১ শতাংশ মানুষ রাজ্য সরকারের কাজে খুবই বিরক্ত। এই রাজ্যেরই ৩০.৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাজে খুশি হলেও রাজ্যের ৪২.৬ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন।
সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে ছত্তিশগড়ের ক্ষেত্রে প্রতি ১০ জনের মধ্যে ৪ জন বা এক চতুর্থাংশ মানুষ রাজ্য সরকারের কাজে অসন্তুষ্ট। অন্যদিকে রাজ্যের ২২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের কাজে সন্তুষ্ট নন। পাশাপাশি রাজ্যের ৪৮ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্রীর কাজে খুবই সন্তুষ্ট।
এছাড়াও মিজোরামের ক্ষেত্রে রাজ্যের বেশিরভাগ মানুষ বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখযোগ্যভাবে সমীক্ষা অনুসারে এবারের নির্বাচনে ছত্তিশগড় ছাড়া বাকি চার রাজ্যেই সরকার বদলের সম্ভাবনা রয়েছে। সি-ভোটারের এক সমীক্ষা অনুসারে, রাজস্থানে বিজেপি, মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতাসীন হতে পারে। তেলেঙ্গানা বিআরএস এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে এই সমীক্ষা থেকে।
জানা গেছে, পাঁচ রাজ্যের মোট ৬৩ হাজার মানুষের সঙ্গে মত বিনিময় করে এই সমীক্ষা চালিয়েছে এবিপি ও সি ভোটার। এক্ষেত্রে মার্জিন অফ এরর ধরা হয়েছে +- ৩ শতাংশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন