আগামী ১ জুন শেষ দফায় কলকাতা এবং সংলগ্ন এলাকাতে ভোট। ভোটের দিন শহরাঞ্চলের অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। জানা গেছে, ভোটের দিন শহরে বিশেষ ৩২৪ টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) দিচ্ছে কমিশন। যারা ভোটের আগে বা ভোট চলাকালীন কলকাতাতে কোনো অশান্তির খবর পেলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
শনিবার শেষ দফায় নির্বাচন রাজ্যের ন’টি কেন্দ্রে। তার আগে বুধবার ধনধান্য স্টেডিয়ামে একটি বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কর্তারা, প্রত্যেকটি থানার ওসি, সেক্টর মোবাইলের দায়িত্বে থাকা আধিকারিকরা। এই বৈঠকে নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের বিভিন্ন নির্দেশ দেন।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ভোটের দিন মোট ২৪৬ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসছে কলকাতায়। এর মধ্যে উত্তর কলকাতায় ১ হাজার ৮৬৯টি বুথের জন্য ৬৬.৫ কোম্পানি, দক্ষিণ কলকাতায় ২ হাজার ৭৮টি বুথের জন্য ৮২.৬১ কোম্পানি, যাদবপুরের ৯৪৩টি বুথের জন্য ৩৬.৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
এ ছাড়াও কলকাতা পুলিশের আওতায় থাকা ডায়মন্ড হারবার কেন্দ্রের একটি অংশে ১৪৪টি বুথের জন্য ৭.৩ কোম্পানি ও জয়নগর কেন্দ্রের একটি অংশে ১২৪টি বুথের জন্য ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে।
আরও জানা গেছে, ভোটের দু’দিন আগে ৪৫টি নাকা, এফএসটি ও এসএসটি-র নাকায় আধ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে। ভোটের দিন কলকাতার রাস্তায় টহল দেবে ১৮৫টি কিউআরটি। এ ছাড়াও টহল দেবে ৩২৪টি বিশেষ কিউআরটি।
আরও জানা গেছে, প্রত্যেকটি গাড়িতে থাকবে এক সেকশন বা আটজন করে কেন্দ্রীয় বাহিনী ও তার সঙ্গে কলকাতা পুলিশের একজন করে আধিকারিক, যিনি বাহিনীকে রাস্তা দেখাবেন। মূলত কলকাতার বহুতল আবাসন ও ঘিঞ্জি বসতি এলাকায় টহল দেবে এই গাড়িগুলি। যাতে এলাকাগুলি থেকে হঠাৎ একদল লোক এসে কোনও গোলমাল না করতে পারে।
এছাড়া ভোটের দুদিন আগে থেকেই সারারাত ধরে কলকাতার রাস্তায় টহল দেবে ৭২টি নাইট পেট্রোল ভেহিক্যাল। তাতেও এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। পাশাপাশি, ভাঙড় এলাকায় ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষা করবে কলকাতা পুলিশ। ভাঙড় এলাকায় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও ৩৬টি বিশেষ কিউআরটি, ১০টি নাইট পেট্রোল ভেহিক্যাল, প্রায় ১৮টি কিউআরটি ভাঙড় এলাকায় টহল দেবে, যাতে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন