Govinda: শিন্ডে গোষ্ঠীতে যোগ দিলেন অভিনেতা গোবিন্দা, লড়তে পারেন লোকসভা নির্বাচনে

People's Reporter: ২০০৪ সালে কংগ্রেসের প্রতীকে মুম্বাই উত্তর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন গোবিন্দা। সেই সময় হারিয়েছিলেন বিজেপির সিনিয়র নেতা রাম নাইককে।
শিন্ডে গোষ্ঠীতে যোগ দিলেন অভিনেতা গোবিন্দা
শিন্ডে গোষ্ঠীতে যোগ দিলেন অভিনেতা গোবিন্দা
Published on

লোকসভা নির্বাচনের আবহে শিবসেনায় (শিন্ডে গোষ্ঠী) যোগ দিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। সূত্রের খবর, শিন্ডেসেনার হয়ে মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন অভিনেতা।

২০০৪ সালে কংগ্রেসের প্রতীকে মুম্বাই উত্তর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন গোবিন্দা। সেই সময় হারিয়েছিলেন বিজেপির সিনিয়র নেতা রাম নাইককে। তবে তারপর থেকে আর তাঁকে প্রার্থী করেনি কংগ্রেস। অভিযোগ ছিল, সাংসদ থাকাকালীন সংসদে উপস্থিত থাকতেন না তিনি। এবার গোবিন্দা যোগ দিলেন শিবসেনা শিন্ডে গোষ্ঠীতে।

২০১৪ ও ২০১৯ সালে পরপর দুবার মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে শিবসেনার প্রতীকে জিতে সাংসদ হয়েছেন গজানন কীরিটকর। তখন এনডিএ শিবিরে ছিল শিবসেনা এবং দলে ভাঙনও ধরেনি। কিন্তু শিবসেনায় ভাঙ্গনের পর বর্তমানে গজানন কীরিটকর আছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-তে। এবারের লোকসভায় ওই কেন্দ্র থেকে ইউবিটি প্রার্থী করেছে গজাননের ছেলে অমলকে।

শিন্ডে গোষ্ঠীতে যোগ দিলেন অভিনেতা গোবিন্দা
Nirmala Sitharaman: লোকসভা ভোটে লড়ার প্রস্তাব ফেরালেন নির্মলা সীতারমন, কারণ কী?
শিন্ডে গোষ্ঠীতে যোগ দিলেন অভিনেতা গোবিন্দা
Lok Sabha Polls 24: অভিনয় ছেড়ে রাজনীতিতে স্বরা? প্রার্থী হতে পারেন লোকসভাতে? জল্পনা শুরু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in