Telangana Polls: ভোটের মুখে বিজেপি ত্যাগ দক্ষিণী অভিনেত্রী বিজয়শান্তির, কংগ্রেসের পথে ‘লেডি অমিতাভ’!

People's Reporter: বিজেপির হাত ছেড়ে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী-রাজনীতিবিদ এবার নিজের পুরনো দল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলেই খবর।
Telangana Polls: ভোটের মুখে বিজেপি ত্যাগ দক্ষিণী অভিনেত্রী বিজয়শান্তির, কংগ্রেসের পথে ‘লেডি অমিতাভ’!
Published on

বিধানসভা ভোটের প্রাক্কালে আবারও বড়সড় ধাক্কা লাগল তেলেঙ্গানা বিজেপিতে। নির্বাচনের হাতেগোনা কিছুদিন আগেই এবার দল ছাড়লেন গেরুয়া শিবিরের দীর্ঘদিনের সদস্য, প্রাক্তন সাংসদ ও দক্ষিণী অভিনেত্রী বিজয়শান্তি।

দলীয় সূত্রে খবর, তেলেঙ্গানা বিজেপির সভাপতি জে কিষাণ রেড্ডিকে চিঠি দিয়ে দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগের কথা জানিয়েছেন বিজয়শান্তি। বিজেপির হাত ছেড়ে জাতীয় পুরস্কার জয়ী ওই অভিনেত্রী-রাজনীতিবিদ এবার নিজের পুরোনো দল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলেই জানা গিয়েছে।

১৯৯৮ সালে বিজেপির হাত ধরেই নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেন দক্ষিণী ছবিতে ‘লেডি অমিতাভ’ নামে পরিচিত অভিনেত্রী বিজয়শান্তি। ২০০৫ সালে তিনি নিজের রাজনৈতিক দল গঠন করে নাম দেন ‘তাল্লি তেলেঙ্গানা পার্টি’। ২০০৯ সালে সেই দল মিশে যায় কেসিআরের ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস (তৎকালীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি)-এর সঙ্গে। সে বছর তিনি টিআরএস-এর হয়ে রাজ্যের মেডক কেন্দ্র থেকে লোকসভা নির্বাচন জিতে সাংসদও নির্বাচিত হন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের কংগ্রেস সরকার সংসদে বিল পাশ করে অন্ধ্রপ্রদেশকে ভেঙে আলাদাভাবে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন করে। সেই সময় বিজয়শান্তি তার দল নিয়ে কংগ্রেস যোগ দেন। এরপর ২০২০ সালের ডিসেম্বরে কংগ্রেস ছেড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ফের গেরুয়া শিবিরে যোগ দেন দক্ষিণের এই অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ। ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার করা ‘বিতর্কিত’ মন্তব্যও বিজয়শান্তির বিজেপি যোগে বাঁধা হয়ে দাঁড়ায়নি।

কিন্তু এবার রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তেলেঙ্গানায় কংগ্রেস, বিআরএস ও বিজেপির ত্রিমুখী লড়াইয়ে খাতায়কলমে বেশ পিছিয়ে রয়েছে পদ্ম শিবির। আর তাই আগেভাগেই রাজ্যের একাধিক বিজেপি নেতা-মন্ত্রী দল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। সেই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাঁচবারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, প্রাক্তন সাংসদ তথা বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার কমিটির ‘সদ্য প্রাক্তন’ চেয়ারম্যান জি বিবেকানন্দ ভেঙ্কটস্বামী, প্রাক্তন সাংসদ কে রাজাগোপাল রেড্ডি-সহ আরও অনেকে। সেই তালিকাতেই এবার নয়া সংযোজন হলেন দলের আরও এক অভিজ্ঞ রাজনীতিবিদ বিজয়শান্তি।

Telangana Polls: ভোটের মুখে বিজেপি ত্যাগ দক্ষিণী অভিনেত্রী বিজয়শান্তির, কংগ্রেসের পথে ‘লেডি অমিতাভ’!
Telangana Polls: তেলেঙ্গানা ভোটে মোট প্রার্থী ২,২৯০, মুখ্যমন্ত্রীর দুই কেন্দ্রে প্রার্থী ৪৪ ও ৩৯
Telangana Polls: ভোটের মুখে বিজেপি ত্যাগ দক্ষিণী অভিনেত্রী বিজয়শান্তির, কংগ্রেসের পথে ‘লেডি অমিতাভ’!
Telangana Polls: বিধানসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে ফের ধাক্কা, কংগ্রেসে ফিরলেন প্রাক্তন সাংসদ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in