Sayantika Banerjee: ‘আমি কোনও পদ থেকে ইস্তফা দিইনি’, ভাইরাল ইস্তফাপত্র প্রসঙ্গে জানালেন সায়ন্তিকা

People's Reporter: অভিনেত্রী জানান, ‘‘আমার চিঠি হলে তো আমার সই থাকবে। সেটাই নেই ওই চিঠিতে। কে বা কারা কেন এটা করেছেন আমার জানা নেই।"
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছবি সৌজন্যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
Published on

তৃণমূলের কোনও পদ থেকে ইস্তফা দেননি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ইস্তফাপত্র প্রসঙ্গে এদিন বিকেলে মুখ খোলেন তিনি। অভিনেত্রী জানান, “আমি কোনও ভাবেই কোনও পদ থেকে ইস্তফা দিইনি। কাউকে এ নিয়ে কোনও কথাও বলিনি।“

রবিবার ব্রিগেড সমাবেশে আসন্ন লোকসভা ভোটে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নাম ছিল না দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। এরপর রবিবার থেকেই তাঁর তৃণমূল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সোমবার সমাজ মাধ্যমে সায়ন্তিকার লেটারহেডে লেখা একটি ইস্তফাপত্রও ছড়িয়ে পড়ে।

এনিয়ে সোমবার সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানান, ‘‘আমার চিঠি হলে তো আমার সই থাকবে। সেটাই নেই ওই চিঠিতে। কে বা কারা কেন এটা করেছেন আমার জানা নেই। তবে আমি একটা কথা জোর দিয়ে বলতে চাই যে, আমি দলে যেমন ভাবে ছিলাম তেমন ভাবেই রয়েছি।’’

ভাইরাল ইস্তফাপত্র
ভাইরাল ইস্তফাপত্রছবি সংগৃহীত

তবে প্রার্থী না হতে পারায় তিনি কিছুটা হতাশ। সেই নিয়ে তিনি বলেন, ‘‘প্রার্থী হতে পারি বলে আমার ইচ্ছা থাকলেও দল যে সেটাই করবে, তার তো কোনও মানে নেই। তবে এটা ঠিক যে প্রার্থী তালিকায় নাম না থাকায় প্রথমে কিছুটা অভিমান হয়েছিল। তবে দলের বিরুদ্ধে, দলের সিদ্ধান্ত নিয়ে আমার কোনও ক্ষোভ নেই। আমি কোনও ভাবেই কোনও পদ থেকে ইস্তফা দিইনি। কাউকে এ নিয়ে কোনও কথাও বলিনি।’’

রবিবার ব্রিগেড সমাবেশে প্রার্থী তালিকা ঘোষণা হতেইবেরিয়ে যান সায়ন্তিকা। এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, ‘‘এটা ঠিকই যে আমি ওই সময়ে বেরিয়ে গিয়েছিলাম। আসলে অনেক আগেই বেরিয়ে যেতে চেয়েছিলাম। কারণ, আমার শরীর খারাপ লাগছিল। কিন্তু ব্রিগেড ময়দানে মোবাইল নেটওয়ার্ক ভাল না থাকায় গাড়িচালকের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। যে মুহূর্তে যোগাযোগ হয়, আমি তাঁর সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে যাই।’’

২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। যদিও বিজেপির নীলাদ্রিশেখর দানা-র কাছে হেরে যান তিনি। এরপর দলের রাজ্য সাধারণ সম্পাদক করে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় তাঁকে। গত তিন বছর ধরে অধিকাংশ সময় বাঁকুড়াতেই থেকে দলের কাজকর্ম দেখাশোনা করছেন তিনি।

সায়ন্তিকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা থেকে টিকিট পাবেন বলে আশা করেছিলেন অভিনেত্রী। কিন্তু ব্রিগেড সমাবেশে বাঁকুড়া কেন্দ্রে অরূপ চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়। বাঁকুড়ার আর এক লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর থেকে প্রার্থী করা হয় সুজাতা খাঁকে। এরপর সভা শেষের অপেক্ষা না করেই মঞ্চ ছাড়েন অভিনেত্রী।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
Arjun Singh: ‘বিজেপি ছেড়ে তৃণমূলে এসে ভুল করেছি’, দল বদলের জল্পনার মাঝেই মন্তব্য অর্জুনের
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
Lok Sabha Polls 24: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সায়ন্তিকার, লোকসভায় টিকিট না পাওয়ার জের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in