Lok Sabha Polls 24: অধীর না ইউসুফ? সম্পত্তির নিরিখে এগিয়ে কে?

People's Reporter: গত পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবারেও বহরমপুরের লোকসভা ভোটের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে, এবার ওই কেন্দ্রে তৃণমূলের চমক ক্রিকেটার ইউসুফ পাঠান।
অধীর রঞ্জন চৌধুরী ও ইউসুফ পাঠান
অধীর রঞ্জন চৌধুরী ও ইউসুফ পাঠানছবি - সংগৃহীত
Published on

আগামী ১৩ মে নির্বাচন ‘অধীরের গড়’ বহরমপুরে। গত পাঁচ বারের সাংসদ তিনি। এবারেও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে, এবার ওই কেন্দ্রে তৃণমূলের চমক ক্রিকেটার ইউসুফ পাঠান। ইতিমধ্যেই দুই প্রার্থী জমা দিয়েছেন মনোনয়ন পত্র। জমা দেওয়া হলফনামা অনুযায়ী দুই হেফিওয়েট প্রার্থীর সম্পত্তি পরিমাণ কত? দেখুনঃ

হলফনামা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে অধীরের আয় ৯ লাখ ৫৭ হাজার ২০০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে যেটা ছিল ২১ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা। অন্যদিকে, ২০২২-২৩ অর্থবর্ষে ইউসুফ পাঠানের আয় ছিল ২ কোটি ৯৪ লাখ ২৮ হাজার ৭৬০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে ছিল ৬৪ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা। 

হলফনামা অনুযায়ী, গত ৩১ মার্চের নিরিখে বর্তমানে অধীরের কাছে রয়েছে নগদ ২ লাখ ১১ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর হাতে (দ্বিতীয়া স্ত্রী অতসী চট্টোপাধ্যায়) রয়েছে ৫ লাখ ৪৯ হাজার টাকা। অন্যদিকে, বর্তমানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে রয়েছে নগদ ১ লাখ ৪১ হাজার ৯৭৭ টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে ১৫ হাজার ৬৭৮ টাকা।

জমা দেওয়া হলফনামা অনুযায়ী, কংগ্রেস প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির মূল্য ৩৯ লাখ ৩৫ হাজার ৫৭১.০৬ টাকা। অন্যদিকে, ইউসুফ পাঠানের অস্থাবর সম্পত্তির মূল্য ২৪ কোটি ৬ লাখ ১৬ হাজার ৩৫১.৯১ টাকা এবং তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫২ হাজার ৩১৫ টাকা।

বর্তমানে অধীর রঞ্জন চৌধুরীর কাছে রয়েছে একটি গাড়ী, যেটা তিনি ২০১৭ সালে কিনেছিলেন। সেই গাড়ির মূল্য ৪ লাখ ৫৫ হাজার ৫৭১ টাকা। অন্যদিকে, ইউসুফ পাঠানের কাছে রয়েছে মোট দুটি গাড়ি। একটি কেনেন ২০১২ সালে, যার মূল্য ১০ হাজার ৬১০ টাকা। এবং ২০১৯ সালে আর একটি গাড়ি কেনেন, যার মূল্য ৩৫ লাখ ৩০ হাজার ৬৩ টাকা।

এছাড়া, অধীর রঞ্জন চৌধুরীর কাছে সোনা রয়েছে ২০০ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ১৪ লাখ ৩৮ হাজার টাকা। অন্যদিকে, ইউসুফ পাঠানের কাছে রয়েছে হিরা, সোনা ও রূপোর গয়না। তৃণমূল প্রার্থীর কাছে থাকা হিরার গয়নার বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫ হাজার ২১০ টাকা। এছাড়াও তাঁর কাছে থাকা সোনা ও রূপোর গয়না মিলিয়ে মোট গয়নার মূল্য ১ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৬৫৮.৯১ টাকা।

অধীর রঞ্জন চৌধুরী ও ইউসুফ পাঠান
Lok Sabha Polls 24: ভোট মিটতেই মিরাট ছেড়ে মুম্বাই ফিরলেন বিজেপির ‘রাম’, কটাক্ষ কংগ্রেসের
অধীর রঞ্জন চৌধুরী ও ইউসুফ পাঠান
Lok Sabha Polls 24: জয়নগর কেন্দ্রের ফলাফলে নির্ণায়ক শক্তি হতে পারে এসইউসিআই(সি) এবং আইএসএফ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in