“প্রভু জগন্নাথদেব মোদীজির ভক্ত” – পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর এই বিতর্কিত মন্তব্য নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজনীতি। তীব্র সমালোচনার মুখে সম্বিত পাত্র জানিয়েছেন মুখ ফস্কে এই মন্তব্য করে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, এই গুবলেটের প্রায়শ্চিত্ত করার জন্য উপবাস করার কথা জানিয়েছেন বিজেপি নেতা।
সোমবার পুরীতে ভোটপ্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি। জনসভা থেকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে আক্রমণ করেন তিনি। মন্দিরের রত্নভাণ্ডারের চাবি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নবীন পট্টনায়কের হাতে সুরক্ষিত নন জগন্নাথ। এরপর এই নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র বলেন, “প্রভু জগন্নাথদেব মোদীজির ভক্ত”।
সম্বিতের এই মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়। বিরোধীরা এই ঘটনার কড়া সমালোচনা করেন। বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ক এক্স হ্যান্ডলে লেখেন, “মহাপ্রভু জগন্নাথদেব গোটা বিশ্বের ঈশ্বর। মহাপ্রভুকে কোনও মানুষের ভক্ত বলা ভগবানের অপমান। এই ঘটনা কোটি কোটি জগন্নাথভক্তের মনে আঘাত দিয়েছে। গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ওড়িয়াদের ভাবাবেগ আহত হয়েছে এতে।’’
কংগ্রেসের রাহুল লেখেন, “প্রধানমন্ত্রী যখন নিজেকে সম্রাট ভাবতে শুরু করেন এবং দরবারীরা তাঁকে ভগবান মনে করতে শুরু করেন, তখন বোঝা যায় পাপের লঙ্কার পতন ঘনিয়ে এসেছে। কোটি মানুষের বিশ্বাসে আঘাত করার অধিকার বিজেপির গুটিকয়েক লোককে কে দিয়েছে? এই অহংকারই তাদের সর্বনাশ ঘটাচ্ছে।“
তীব্র সমালোচনার মুখে পড়ে এক ভিডিও বার্তায় এর সাফাই দিয়ে সম্বিত পাত্র জানিয়েছেন, “পুরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোডশোর পরে, আমি অনেক মিডিয়া চ্যানেলকে বাইট দিয়েছিলাম। সব জায়গাতেই আমি বলেছিলাম, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাপ্রভু জগন্নাথের একজন বড় ভক্ত। কিন্তু একদম শেষে এক চ্যানেলকে বাইট দেওয়ার সময় অজান্তেই আমি উল্টো বলে ফেলি। বলি, মহাপ্রভু জগন্নাথদেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। আসলে ভীষণ গরম ছিল, সেখানে খুব ভিড় এবং কোলাহল ছিল। তাই এমন হয়ে গেছে। এটি কখনই সত্য হতে পারে না। আমি অনিচ্ছাকৃতভাবে এই ভুল করেছি। আমি জানি কিছু লোক এতে আঘাত পেয়েছে। আমার এই জিভ স্খলনের জন্য আমাকে মহাপ্রভু জগন্নাথের কাছে ক্ষমা চাইতে হবে। আগামী তিন দিন আমি 'উপবাস' করার সিদ্ধান্ত নিয়েছি।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন