Maharashtra: ভোটমুখী মহারাষ্ট্রে এবার রাহুল গান্ধীর হেলিকপ্টারে ব্যাগ খুলে তল্লাশি নির্বাচন কমিশনের

People's Reporter: এর আগে উদ্ধব ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, একনাথ শিন্ডে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপ্টারে তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশন।
রাহুল গান্ধীর হেলিকপ্টারে ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশনের
রাহুল গান্ধীর হেলিকপ্টারে ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশনেরছবি - সংগৃহীত
Published on

আর চার দিন পর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে এবার কমিশনের নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার অমরাবতীতে ভোট প্রচারে গেলে রাহুলের হেলিকপ্টারে তল্লাশি চালায় কমিশনের একটি দল।

শনিবার সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে, রাহুল গান্ধীর হেলিকপ্টারে রাখা ব্যাগ এবং অন্যান্য লাগেজ পরীক্ষা করছে নির্বাচন কমিশনের একটি দল (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। উল্লেখ্য, এর আগে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপ্টারে তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশন।

চলতি সপ্তাহে প্রথম তল্লাশি চালানো হয় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগে। সোমবার যভতমল জেলায় ওয়ানিতে প্রচারে যাওয়ার সময় শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের ব্যাগ খুলে তল্লাশি চালায় কমিশন। তখন তিনি বলেছিলেন, 'কমিশন কি একই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাসক শিবিরের সিনিয়র নেতাদের ব্যাগও পরীক্ষা করবে?’ এরপর মঙ্গলবার লাতুরে ফের উদ্ধবের কপ্টার তল্লাশি করা হয়।

বুধবার সকালে বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ীর কপ্টারে তল্লাশি চালায় কমিশন। লাতুরে প্রচারসভায় গিয়েছিলেন গডকড়ী। সেখানে তাঁর কপ্টারে তল্লাশি চালানো হয়। বুধবারই কোঙ্কণ উপকূলের পালঘরে ভোট-প্রচারে যাওয়ার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কপ্টারে তল্লাশি চালায় কমিশন।

শুক্রবার হিঙ্গোলিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপারে তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা। তিনি নিজেই সমাজমাধ্যমে তল্লাশির ভিডিও পোস্ট করেন এবং বিরোধীদের অভিযোগের উত্তর দিয়ে তিনি লেখেন, ‘বিজেপি স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে।’

এছাড়া শুক্রবার নাসিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কপ্টার তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা। অন্যদিকে, শুক্রবার উড়ানের অনুমতি না মেলায় ঝাড়খণ্ডের গোড্ডায় প্রায় তিন ঘণ্টা আটকে ছিল রাহুলের হেলিকপ্টার। এই ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’ (এটিসি)-এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস।

রাহুল গান্ধীর হেলিকপ্টারে ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশনের
Jharkhand Polls: প্রার্থী করেনি দল, দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপিতে যোগ JMM বিধায়ক দীনেশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in