লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি। রাজ্য বিজেপির প্রধান আন্নামালাই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাইকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন। এই অভিযোগে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বিজেপির সঙ্গে জোট ভাঙল AIADMK (All India Anna Dravida Munnetra Kazhagam)।
সোমবার বিজেপির সঙ্গে জোট নিয়ে দলের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিলেন AIADMK নেতা ডি জয়াকুমার। তিনি সাফ জানিয়েছেন, “বিজেপির সঙ্গে আমরা আর জোটে নেই। রাজ্য বিজেপির প্রধান আন্নামালাই আম্মা (জয়ললিতা) ও আন্নাদুরাইকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর আমরা আর একসঙ্গে জোটে থাকতে পারব না।”
তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে এক ছাতার তলায় হেঁটেছে বিজেপি ও এআইএডিএমকে। কিন্তু গত বেশ কিছু মাস ধরে দুই দলের মধ্যে সম্পর্কে ভাঙন ধরেছে বলে জল্পনা উঠেছে তামিলনাড়ুর রাজনীতিতে। রাজ্য বিজেপির প্রধান আন্নামালাই গত জুন মাসে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতাকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করার পর থেকেই এআইএডিএমকে নেতাদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। এরপর সম্প্রতি রাজ্যের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্নাদুরাইকে নিয়ে আন্নামালাই বলেন, “১৯৫৬ সালে মাদুরাইয়ের একটি সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্নাদুরাই সনাতন ধর্ম নিয়ে উপহাস করেন।”
আন্নাদুরাইকে নিয়েও ‘নিন্দনীয়’ মন্তব্য করায় কার্যত ধৈর্যের বাঁধ ভাঙল এআইএডিএমকে নেতাদের। সোমবার চেন্নাইতে দলের তরফে ডি জয়াকুমার জানিয়েছেন, “আমরা আমাদের নেতাদের অপমান আর সহ্য করব না। যদি জোটের কথাই ধরা হয়, তাহলে বলব বিজেপি আর এআইএডিএমকে-র মধ্যে আর কোনও জোট নেই। এটাই আপাতত আমাদের অবস্থান। বাকি বিষয়গুলি নিয়ে নির্বাচনের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানিয়েছেন, “আন্নামালাই কখনই এআইএডিএমকের সঙ্গে জোট চাননি। তবে দলের কর্মী-সমর্থকরা চেয়েছিলেন। কিন্তু আমাদের নেতাদের নিয়ে করা সমালোচনা কি আমাদের সহ্য করা উচিত? আপনাদের (বিজেপি) ভোটব্যাঙ্ক আমাদের চেনা হয়ে গেছে। তামিলনাড়ুতে আমাদের জন্যই আপনারা পরিচিতি পেয়েছেন।”
এই নিয়ে তীব্র নিন্দার সুরে আরেক এআইএডিএমকে নেতা সি ভি শানমুগাম জানিয়েছেন, “আমরা আন্নামালাইয়ের বক্তব্যের কড়া নিন্দা করছি। এনডিএ জোটে একসঙ্গে থাকা সত্ত্বেও তিনি একাধিকবার আম্মাকে (জয়ললিতা) নিয়ে সমালোচনা করেছেন। আর এখন তিনি আন্নাকে (আন্নাদুরাই) নিয়ে অপমানজনক কথা বলছেন। আপনার আসল উদ্দেশ্যটা কী?” তাঁর আরও বক্তব্য, “এনডিএ জোটে বিজেপির সবচেয়ে বড় শরীক হল এআইএডিএমকে। প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সেটা ভালো মতোই জানেন। কিন্তু আন্নামালাইকে দেখে মনে হচ্ছে, উনি হয়তো সেটা জানেন না।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন