৩ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর জটিলতা শুরু হয়েছে I.N.D.I.A শিবির নিয়ে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন না মমতা ব্যনার্জি থেকে শুরু করে নীতিশ কুমার, অখিলেশ যাদবরা। ফলে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। সূত্র মারফত জানা গেছে "সবার জন্য সুবিধাজনক তারিখে" পরে কোনও একদিন বৈঠকের দিন ঠিক করা হবে।
৬ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া শিবিরের পরবর্তী বৈঠক হওয়ার কথা ঘোষণা করেছিল কংগ্রেস। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বৈঠক নিয়ে বলেন, "আমার কাছে বৈঠক নিয়ে কোনো খবর নেই। কেউ আমাকে ফোন করে বা চিঠি লিখে জানায়নি। আমাকে না জানালে আমি যাবো কীভাবে? আমার উত্তরবঙ্গ সফর আছে। সকলের সময় জেনে তবেই মিটিং ডাকা উচিত। এই মূহুর্তে আমার পক্ষে সমস্ত কর্মসূচি বাতিল করে বৈঠকে যাওয়া তো সম্ভব নয়"।
মমতা ব্যানার্জির পর I.N.D.I.A জোটের বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার। একই ভাবে বুধবার দিল্লিতে বৈঠকে থাকবেন না বলে জানান সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও।
উত্তরপ্রদেশের এক অনুষ্ঠানে কংগ্রেসের নাম না নিয়ে খোঁচা দিয়ে অখিলেশ বলেন, "পরিণাম দেখে এখন অহংকার পড়ে গেছে। আগামী সময়ে ফের আলোচনা হবে।"
প্রসঙ্গত, রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ফলাফল ঘোষণার দিনই I.N.D.I.A জোটের পরবর্তী বৈঠক ডাকেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সূত্রে খবর, সমস্ত দলের শীর্ষ নেতাদের ফোন করে বৈঠকের কথা জানান খাড়গে। ২০২৪ লোকসভা নির্বাচনের রোড ম্যাপ কী হবে? কীভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে তা হয়তো এই বৈঠকে আলোচনা হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন