আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশে আসন সমঝোতার পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১১টি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। শনিবার এমনটাই জানালেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
শনিবার অখিলেশ যাদব নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করেন দাবি করেন, ‘‘কংগ্রেসের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সমঝোতা ১১টি আসন থেকে শুরু হচ্ছে। এই প্রবণতা জয়ের পথে আরও অগ্রসর হওয়ার সমীকরণের সঙ্গে আত্মপ্রকাশ করবে। ‘ইন্ডিয়া’ এবং ‘পিডিএ’ (পিছড়ে-দলিত-অল্পসংখ্যক অর্থাৎ, ওবিসি-তফসিলি জাতি এবং সংখ্যালঘু) রণকৌশল বদলে দেবে ইতিহাস।’’
উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটে সামিল হয়েছে জাঠ নেতা জয়ন্ত চৌধুরির দল আরএলডি-ও। জাঠ নেতা জয়ন্ত চৌধুরির দল আরএলডি-ও। সপ্তাহখানেক আগে কংগ্রেসের আসনরফার দায়িত্বপ্রাপ্ত পাঁচ নেতার কমিটির অন্যতম সদস্য সলমন খুরশিদ সমাজবাদী পার্টির প্রতিনিধিদের সঙ্গে উত্তরপ্রদেশে আসন সমঝোতার জন্য আলোচনা করেছিলেন।
২০১৯ সালের লোকসভা ভোটে বিএসপির সঙ্গে জোট বেঁধে লড়েছিল সমাজবাদী পার্টি এবং আরএলডি। অখিলেশের দল পাঁচটি আসনে জিতলেও জয়ন্তের ঝুলি ছিল শূন্য। বিএসপি জিতেছিল ১০টিতে। অন্যদিকে, ২০১৯-এ অমেঠীতে রাহুল হেরে যান। রায়বরেলীতে জেতেন শুধু সনিয়া। এই পরিস্থিতিতে ‘দুর্বল’ কংগ্রেসকে অখিলেশ শেষ পর্যন্ত গোটা পনেরো আসন ছাড়তে পারেন বলে জল্পনা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন