ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগ উঠল বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ তেজস্বী সূর্যর বিরুদ্ধে। ইতিমধ্যের তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরুর জয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) একটি বিবৃতি দিয়েছেন। যেখানে জানানো হয়েছে তেজস্বী সূর্য সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে তিনি ধর্মের ভিত্তিতে মানুষের কাছে ভোট চাইছেন।
শুক্রবার দ্বিতীয় দফার দিনই ভোট হয়েছে বেঙ্গালুরুর ১৪ টি আসনে। তার মধ্যে ছিল তেজস্বীর লোকসভা কেন্দ্র বেঙ্গালুরু দক্ষিণও। ভোট পর্ব চলাকালীনই সোশ্যাল মিডিয়া মারফত ধর্মের নামে ভোট চান তেজস্বী।
এদিন নিজের ভোট দানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী তেজস্বী সূর্য জানান, কংগ্রেস কর্ণাটকে ৩০ টি আসনেও জিততে পারবে না।
তেজস্বী এদিন বলেন, "কংগ্রেস দল একেবারে হতাশ হয়ে পড়েছে। বহু সমীক্ষায় দেখাচ্ছে তারা ৩০ টির বেশি আসন জিততে পারবে না। তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যত বেশি ব্যক্তিগত আক্রমণ এবং ভিত্তিহীন অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী ততটাই শক্তিশালী হয়েছে এবং বিজেপি আরও জনপ্রিয় হয়েছে।“
এরপরেই তেজস্বী সূর্য জানান, এই লোকসভাতে প্রবীণরা বেশি ভোট দিয়েছেন। এবং তাঁরাই তরুণ প্রজন্মের কাছে আহ্বান করেছেন, তরুণরা যেন ণতন্ত্রের উৎসবে অংশ নেন। এটি শুধু একটি অধিকার নয়, এটি কর্তব্যও।"
উল্লেখ্য, তেজস্বী সূর্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সৌম্য রেড্ডি।
দ্বিতীয় দফায় দেশের ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট ৮৮ কেন্দ্রে ভোট হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় দেশজুড়ে প্রায় ১৫ কোটি ৪৪ হাজার মানুষ ভোট দিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন