আমেঠিতে নির্বাচনের আগেই কংগ্রেস কার্যালয়ে হামলা চালালো একদল দুষ্কৃতী। কংগ্রেসের অভিযোগ, এই ঘটনার সাথে বিজেপির যোগ রয়েছে। ইতিমধ্যেই ২ বিজেপি নেতা এবং ৮ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে। আচমকাই একদল দুষ্কৃতী কংগ্রেস অফিসে ভাঙচুর চালায় বলে জানা যাচ্ছে। কংগ্রেস এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আমেঠিতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। সেখানে রাখা গাড়িগুলিতে ভাঙচুর চালানো হয়। কংগ্রেস কর্মী সমর্থকদেরও মারধর করা হয়। ঘটনায় অনেকেই গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
দলীয় অফিসে ভাঙচুরের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান অন্যান্য কংগ্রেস কর্মীরা। বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আমেঠির পুলিশ সুপার ইলামারান জানান, ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন সূত্রের খবর, কংগ্রেস অফিস ভাঙচুরের জেরে ২ বিজেপি নেতা সত্যেন্দ্র প্রতাপ সিং এবং বিশু মিশ্র এবং ৮ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে ১৪৭, ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে।
যদিও বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করছে।
সম্প্রতি আমেঠি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। যে কেন্দ্র থেকে এবার গান্ধী পরিবারের বাইরের একজনকে প্রার্থী করা হয়েছে। বিদায়ী সাংসদ বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়াই করবেন কংগ্রেসের কিশোরীলাল শর্মা। আগামী ২০ মে আমেঠিতে নির্বাচন। ২০১৯-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন