আগামী বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করতে চলেছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। আর তার আগে ফের প্রকাশ্যে এল ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিক সিপিআইএম তৃণমূলের দ্বন্দ্ব। সিপিআইএমের পক্ষ থেকে কংগ্রেসকে জানানো হয়েছে, তৃণমূল যদি রাহুলের ন্যায় যাত্রায় অংশ নেয়, তাহলে তারা উপস্থিত থাকবে না।
রাহুলের ন্যায় যাত্রা গত ১৪ জানুয়ারী মণিপুর থেকে শুরু হয়েছিল। আগামী ২৫ জানুয়ারী তা বাংলায় প্রবেশ করার কথা রয়েছে। জানা গেছে, এই ন্যায় যাত্রা বেশ কয়েকদিন ধরে বাংলার সাতটি জেলা ঘুরে মোট ৫২৩ কিলোমিটার পথ অতিক্রম করার কথা আছে।
কংগ্রেস সূত্রে জানা গেছে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির এক বর্ষীয়ান নেতা দিল্লি থেকে রবিবার সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ফোন করে রাজ্যে ন্যায় যাত্রা প্রবেশের সময় তাতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমে সেলিম বলেন, “আমরা রাহুল গান্ধীর যাত্রাকে পূর্ণ সমর্থন করি। তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গে বিজেপিকে তাদের সংগঠন বাড়াতে সাহায্য করেছে এমন কোনও রাজনৈতিক শক্তির সাথে আমরা যাত্রায় অংশ নেব না। তৃণমূল কংগ্রেসই বাংলায় বিজেপির সংগঠনকে প্রসারিত করার পথ প্রশস্ত করেছে।”
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত বিরোধী জোট - ইন্ডিয়াতে কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম তিনটি দলই রয়েছে।
কংগ্রেস সূত্র জানিয়েছে, তারা তৃণমূলকেও যাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। তবে বাংলার আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্যের জন্য তৃণমূলও এই যাত্রায় যোগদান করা থেকে বিরত থাকতে পারে বলে জানা গেছে।
রাজ্যের এক বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, “তৃণমূল আমাদের নেতৃত্বের কাছ থেকে আসন ভাগাভাগি নিশ্চিত করতে চায়। এটা এখন অসম্ভব কারণ আমাদের শীর্ষ নেতৃত্ব এই ধরনের দর কষাকষির অনুমতি দেবে না। আমরা মনে করছি আসন-সংযোজন চূড়ান্ত না করে তৃণমূল যাত্রায় অংশ নেবে না।"
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করে কোচবিহারের জোরাই মোড়ে সভা করতে পারেন রাহুল। তার পর বেলা ১২টা নাগাদ তুফানগঞ্জের চামটামোর বসাকপাড়া এলাকায় মধ্যাহ্নভোজন সারবেন তিনি।
এর পর দুপুর ২টো থেকে আবার যাত্রা শুরু করে তিনি, পৌঁছবেন কোচবিহারের রেলগুমটিতে। সেখানে তাঁকে স্বাগত জানানো হবে। এর পর শহরের মা ভবানী মোড় থেকে রাজবাড়ির গেট হয়ে খাগড়াবাড়ি চৌপতি পর্যন্ত পদযাত্রাও করবেন তিনি। ফালাকাটায় রাহুলের রাত্রিযাপনের আয়োজন করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন