শুক্রবার নিজের মনোনয়ন পত্র জমা দিলেন ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলফানামা অনুযায়ী, অভিষেকের নামে নেই কোনো বাড়ি, গাড়ি।
অভিষেকের জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী ও ছেলেমেয়ের নামে নেই কোনও স্থাবর সম্পত্তি। তবে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা। ২০১৯ সালে যেটা ছিল ৭১ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ গত পাঁচ বছরে বৃদ্ধি পেয়েছে অস্থাবর সম্পত্তির পরিমাণ।
অন্যদিকে, হলফনামা অনুযায়ী, তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা। ২০১৯ সালে যেটা ছিল ৩৫ লক্ষ ৫৫ হাজার ৯১৫ টাকা। ছেলে এবং মেয়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৭ লক্ষ ৭৩ হাজার টাকা। ২০১৯ সালে শুধু মেয়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লক্ষ ৯৭ হাজার ৬৬৪ টাকা। যা কিছুটা বেশি। উল্লেখ্য, ২০২০ সালে অভিষেক-রুজিরার ছেলের জন্ম হয়।
নির্বাচনী হলফানামা অনুযায়ী, বর্তমানে অভিষেকের হাতে নগদ রয়েছে সাত লক্ষ ৭৩ হাজার ৩৩৫ (৪ মে পর্যন্ত)। ২০১৯ ছিল নগদ ছিল ৯২ হাজার ৫০০ টাকা। তবে তাঁর স্ত্রী রুজিরার কাছে কোনো নগদ টাকা নেই। হলফনামা অনুযায়ী, অভিষেকের দুই সন্তানের কাছে নগদ রয়েছে যথাক্রমে ৬০ হাজার ৭৮১ টাকা এবং ৬১ হাজার ১৬৩ টাকা।
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে মোট ৮৫ লক্ষ ৪৩ হাজার ৯০৮ টাকা। ৩টি জীবন বিমা করা রয়েছে যার মূল্য ৩১ লক্ষ টাকা। দুই সন্তানের নামে ব্যাঙ্কে জমা রয়েছে ২২ লক্ষ ২ হাজার ৪৩৩ টাকা। একই সঙ্গে অভিষেকের হলফনামা অনুযায়ী, তাঁর ঋণ রয়েছে কয়েক লক্ষ টাকার।
গত পাঁচ বছরে অভিষেক ও রুজিরার কারও ক্ষেত্রেই বৃদ্ধি পায়নি সোনা ও রূপার পরিমাণ। তবে বর্তমান বাজারদরে তার মূল্য বৃদ্ধি হয়েছে। হলফনামা অনুযায়ী, অভিষেকের কাছে রয়েছে ৩০ গ্রাম সোনা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। রুজিরার কাছে রয়েছে ৬৫৮ গ্রাম সোনা, যার বর্তমান বাজার মূল্য ৪৫ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা। এছাড়া ৪ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকার সোনা ও রুপো রয়েছে অভিষেক কন্যা আজানিয়া বন্দ্যোপাধ্যায়ের নামে।
হলফনামা অনুযায়ী, বর্তমানে অভিষেকের বিরুদ্ধে দু’টি ফৌজিদারি মামলা চলছে। ত্রিপুরার খোয়াই থানায় ২০২১ সালে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন