“আপনি অন্ধ্রপ্রদেশে প্রবেশ করার যোগ্য নন। প্রথমে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান। গত ১০ বছর ধরে আপনি এই রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন আর এখন কুমিরের কান্না কাঁদছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ভাষাতেই আক্রমণ করলেন অন্ধ্রদেশের কংগ্রেস নেত্রী শর্মিলা।
এই বক্তব্যের পাশপাশি একটি রেডিও দেখিয়ে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে এই রেডিও পাঠাতে চাই। যেখানে তিনি অন্ধ্রপ্রদেশ থেকে তেলেগু মানুষের ‘মন কী বাত’ শুনতে পাবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এখন অন্ধ্রপ্রদেশে আসছেন শুধু ভোটের জন্য। রাজ্যের উন্নয়নের জন্য নয়।
উল্লেখ্য, গত ৬ মে পরপর দুটি জনসভা করার পর আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার অন্ধ্রপ্রদেশে নির্বাচনী কর্মসূচিতে যাচ্ছেন। গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রীর এটি চতুর্থ সফর। আগামী ১৩ মে অন্ধ্রপ্রদেশে ভোট।
এদিন শর্মিলা বলেন, প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিত। কেন তিনি অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা দেবেন বলে সংসদে প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি সেই প্রশ্নও এদিন তোলেন শর্মিলা। তাঁর বক্তব্য অনুসারে, প্রধানমন্ত্রী পেছন থেকে অন্ধ্রপ্রদেশকে ছুরি মেরেছেন।
এদিন তিনি বলেন, রাজধানী শহর অমরাবতীর শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু গত দশ বছরে সেই রাজধানী শহর দিনের আলো দেখেনি। এদিন শর্মিলা রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন রেড্ডিকেও আক্রমণ করতে ছাড়েননি।
অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের কাদাপা লোকসভা কেন্দ্র থেকে শর্মিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরই আত্মীয় ওয়াইএসআরসিপি প্রার্থী ওয়াই এস অবিনাশ রেড্ডির বিরুদ্ধে।
অন্ধ্রপ্রদেশের এবারের নির্বাচনে সিপিআই, সিপিআইএম এবং কংগ্রেস ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজ্যের ১৭৫ আসন বিশিষ্ট বিধানসভা এবং ২৫টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে ১৩ মে এবং ভোটগণণা হবে আগামী ৪ জুন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন