Anil Vij: হরিয়ানা বিজেপিতে বিড়ম্বনা! মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানাবেন প্রবীণ নেতা অনিল ভিজ

People's Reporter: হরিয়ানার প্রবীণ বিজেপি নেতা অনিল ভিজ বলেন, আমি হরিয়ানার একজন প্রবীণ বিধায়ক এবং এবার আমার সপ্তম নির্বাচন লড়ছি। আমি কখনও কিছু চাইনি। কিন্তু এবার আমার সমর্থক এবং জনতার দাবি আছে।
অনিল ভিজ
অনিল ভিজফাইল ছবি - সংগৃহীত
Published on

হরিয়ানায় বিধানসভা নির্বাচন আগামী ৫ অক্টোবর। নির্বাচন ঘোষণা হবার পর থেকেই হরিয়ানা বিজেপির ঘরোয়া কোন্দল তুঙ্গে। একাধিক বর্তমান বিধায়ক ও মন্ত্রী নির্বাচনে মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ। কেউ কেউ দলত্যাগও করেছেন। এ সবের মাঝেই নিজেকে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনিল ভিজ। যিনি আসন্ন বিধানসভা নির্বাচনে আম্বালা ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল আম্বালাতে হরিয়ানার প্রবীণ বিজেপি নেতা অনিল ভিজ বলেন, আমি হরিয়ানার একজন প্রবীণ বিধায়ক এবং এবার আমার সপ্তম নির্বাচন লড়ছি। আমি কখনও কিছু চাইনি। কিন্তু এবার আমার সমর্থক এবং জনতার দাবি আছে। আমার সিনিয়রিটির হিসেবে আমি হরিয়ানার মুখ্যমন্ত্রী পদের দাবি জানাবো।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) হরিয়ানার বিজেপি নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনিল ভিজ-এর শেয়ার করা ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁর ওপর তাঁর সমর্থকদের চাপ আছে এবং সমর্থকরা চান তিনি মুখ্যমন্ত্রীর পদ দাবি করুন। যদিও তিনি জানান, দল তাঁকে মনোনীত করবে অথবা করবে না তা একান্তই দলের বিষয়। তবে তাঁকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি হরিয়ানাকে নতুন পথে চালিত করবেন।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এক প্রবীণ বিজেপি নেতা এবং রাজ্যের প্রাক্তন প্রভাবশালী মন্ত্রীর এই ধরণের দাবিতে সমস্যায় পড়তে পারে বিজেপি। কারণ যেহেতু বর্তমানে হরিয়ানা বিজেপিতে চরম গোষ্ঠী কোন্দল চলছে সেই অবস্থায় এই ধরণের মন্তব্য দলকে আরও বিব্রত করবে। তাছাড়াও বিভিন্ন রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল থাকলেও এভাবে কেউ নিজেকে মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে সচরাচর ঘোষণা করেন না। বিজেপির দলীয় রাজনীতিতে যা কিছুটা বিরল ঘটনা।

হরিয়ানা বিজেপির অন্যতম সিনিয়র নেতা অনিল ভিজ-এর কাছে এর আগেও দু’বার মুখ্যমন্ত্রী হবার সুযোগ এলেও কোনোবারই দল তাঁকে বেছে নেয়নি। প্রথমবার সুযোগ দেওয়া হয় মনোহরলাল খট্টরকে এবং দ্বিতীয়বার নয়াব সিং সাইনিকে।

২০১৪ সালে অনিল ভিজ মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার থাকলেও তাঁকে বাদ দিয়ে অমিত শাহ ঘনিষ্ঠ মনোহর লাল খাট্টারকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এরপর মনোহর লাল খাট্টারকে যখন সরিয়ে দেওয়া হয় তখনও অনেকেই ভেবেছিলেন এবার মুখ্যমন্ত্রী হবেন অনিল ভিজ। যদিও দ্বিতীয়বারেও তাঁকে মনোনীত না করে নয়াব সিং সাইনিকে বেছে নেওয়া হয়। যা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ হরিয়ানা বিজেপির এবং রাজ্যের বিজেপি মন্ত্রীসভার প্রবীণতম ব্যক্তি অনিল ভিজ।

এর আগে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অনিল ভিজ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের অবশ্য দাবি করেছিলেন সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে। হরিয়ানা তথা জাতীয় রাজনীতিতে অনিল ভিজ অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী একটি নাম। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে সাইনিকে সমর্থন করেননি ভিজ। বৈঠকে সাইনির নাম প্রস্তাবিত হতেই বিরোধিতা করেন তিনি। এমনকি সভা ছেড়ে বেরিয়েও যান।

আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভার নির্বাচন এবং ভোট গণনা হবে আগামী ৮ অক্টোবর।

অনিল ভিজ
Anil Vij: এক্সে নামের পাশে 'মোদী কা পরিবার' ট্যাগ লাইন সরালেন অনিল ভিজ! দলবদলের জল্পনা তুঙ্গে
অনিল ভিজ
Haryana: হরিয়ানা বিজেপিতে গোষ্ঠী কোন্দল চরমে, নয়া মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান বয়কট অনিল ভিজের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in