উত্তরপ্রদেশে ফের ধাক্কা শাসকদল বিজেপিতে। বিধায়ক ত্যাগের তালিকায় যোগ হলো আরও একটি নাম। এবার ইস্তফা দিলেন বিধায়ক এবং ওবিসি নেতা ডঃ মুকেশ বর্মা। তিনদিনে এই নিয়ে সাতজন বিধায়ক বিজেপি ছাড়লেন।
পশ্চিম উত্তরপ্রদেশের ফিরোজাবাদের শিকোহাবাদের বিধায়ক মুকেশ বর্মা। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার দলিত, অন্যান্য অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু সম্প্রদায়, কৃষক এবং বেকারদের অবহেলা করেছে। স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। উনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তা সমর্থন করবো। আগামীদিনে আরও অনেক নেতা আমাদের সাথে হাত মেলাবেন।'
প্রসঙ্গত, গত মঙ্গলবার যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন স্বামী প্রসাদ মোর্য। এরপর রাজ্যের বনমন্ত্রী দারা সিং চৌহান, বিধায়ক এবং গুজ্জর নেতা অবতার সিং ভান্দানা, বিধায়ক ব্রজেশ প্রজাপতি, বিধায়ক রোশন লাল বর্মা, বিধায়ক ভগবতী সাগর, এবং বিনয় কুমার শাক্য বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক বিধায়কের পদত্যাগে তীব্র বিপাকে গেরুয়া শিবির।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন