দু'বছরের মধ্যে ঘরওয়াপসি ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের। তার সঙ্গী শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন অর্জুন ও দিব্যেন্দু। বিজেপিতে যোগ দিয়ে সন্দেশখালি নিয়ে তৃণমুলকে বিঁধলেন অর্জুন ও দিব্যেন্দু। অর্জুনের জানালেন, দলের কর্মীদের বাঁচাতেই তার তৃণমূলে যাওয়া।
এদিন বিজেপিতে যোগদানের পর অর্জুন বলেন, ‘‘২০১৯-এ আমি সাংসদ হয়েছিলাম। ২০২১-এ বাংলায় যে ভোট-পরবর্তী হিংসা হয়েছে, তা সকলে দেখেছেন। ৫০এর বেশি মানুষ মারা গিয়েছেন। আমার কেন্দ্রে সবচেয়ে বেশি মানুষ নিপীড়িত হয়েছেন। দলের কর্মীদের বাঁচানোর জন্য আমাকে সাময়িক সময়ের জন্য দলবদল করতে হয়েছিল।’’
এরপরেই সন্দেশখালি কাণ্ড নিয়ে শাসক দলকে বিঁধলেন অর্জুন। তিনি বলেন, ‘‘সন্দেশখালির ঘটনার পর আমি দলের সঙ্গে যোগাযোগ করেছিলাম। যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছি। কারণ মহিলাদের উপর ওই অত্য়াচার আমি সহ্য করতে পারিনি। প্রশাসন এবং গুণ্ডা একসঙ্গে অপরাধ করেন বাংলায়।’’
অন্যদিকে, এদিন বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু বলেন, ‘‘আজ আমার জন্য শুভ দিন। আমি বিজেপি পরিবারের সদস্য হলাম। আমাদের নেতা মোদীজি সারা দুনিয়ার নেতা। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই দলে যোগ দিয়েছি।’’
সন্দেশখালি নিয়ে দিব্যেন্দুকে বলতে শোনা যায়, ‘‘আমরা মা দুর্গা, মা কালীর পুজো করি। সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে যা হয়েছে, নিন্দা করার ভাষা নেই। সন্দেশখালি এখন সারা দেশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি ওখানকার নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে। ৫০০-১০০০ টাকা দিয়ে মহিলাদের সম্মান করা যায় না। মমতার দল বাংলার মহিলাদের সম্মান করতে ব্যর্থ হয়েছে। মোদীজিকে ৪০০ পার করানোর লক্ষ্যে আমি কাজ করব।’’
অর্জুন ও দিব্যেন্দুর বিজেপিতে যোগদান করা নিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে কুণাল লেখেন, ‘‘বিজেপি নেতারাই বিজেপিতে যোগ দিলেন। এ আর এমন কী ব্যাপার?’’ শুভেন্দুর ভাই দিব্যেন্দু প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ‘পরিবারতন্ত্রের’ অভিযোগকেও উস্কে দিয়েছেন কুণাল।
উল্লেখ্য, বহুদিন ধরেই বিজেপি ঘনিষ্ট দিব্যেন্দু। তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। খাতায় কলমে তিনি শুধু তৃণমূলের সাংসদ ছিলেন। এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন দিব্যেন্দু।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন