২-৩ দিনের মধ্যেই গ্রেফতার হবেন কেজরিওয়াল! কংগ্রেসের সাথে জোট 'চূড়ান্ত' হওয়ার পরই দাবি আপ নেতার

People's Reporter: সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। কংগ্রেস-আপ জোট কার্যত চূড়ান্ত হওয়ার কারণে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলেই অভিযোগ করেন আপ নেতা।
অরবিন্দ কেজরিওয়াল এবং সৌরভ ভরদ্বাজ
অরবিন্দ কেজরিওয়াল এবং সৌরভ ভরদ্বাজ ফাইল ছবি
Published on

আগামী ২-৩ দিনের মধ্যেই গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। কংগ্রেস-আপ জোট কার্যত চূড়ান্ত হওয়ার পরই এমন দাবি করেলন আপ নেতা। তাঁর মতে, এবার বিজেপি প্রতিহিংসার রাজনীতি করবে।

শুক্রবার নিউ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সৌরভ ভরদ্বাজ বলেন, 'ইন্ডিয়া মঞ্চে আপ এবং কংগ্রেসের জোট বৈঠক সফল হয়েছে। যা বিজেপি এবং মিডিয়া আশাই করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে আপ এবং কংগ্রেসের মধ্যে জোট হবে না। আর আসন সমঝোতার পরই আমরা খবর পাচ্ছি শুধু ইডি নয়, সিবিআই-ও অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ বিজেপি জানে কংগ্রেস এবং আপের মধ্যে জোট হলে বিজেপি লোকসভা নির্বাচনে জয়লাভ করতে পারবে না'।

তিনি আরও বলেন, "গোপন সূত্র মারফত জানতে পারছি সি আর পি সি ৪১ এ-র অধীনে একটি নোটিশ পাঠানো হবে কেজরিওয়ালকে। শুক্রবারই পাঠানো হতে পারে। তারপর ২-৩ দিনের মধ্যে তাঁকে গ্রেফতার করা হবে। বিজেপির উদ্দেশ্যে বলতে চাই আপনারা চাইলে গ্রেফতার করুন অরবিন্দ কেজরিওয়ালকে। আমরা কেউ ভয় পাবো না। কংগ্রেস এবং আপের মধ্যে জোট হবেই।"

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে ইডি। আগামী ২৬ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে হাজিরা দিতে বলে নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার। এই নিয়ে কেজরিওয়ালকে সপ্তমবার নোটিশ পাঠিয়েছে ইডি। অন্যদিকে দিল্লিতে সাতটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেসকে ৩ টি আসন ছাড়ার বার্তা দিয়েছে আপ। সেই প্রস্তাবে কংগ্রেস হাইকম্যান্ড রাজি বলেই জানা যাচ্ছে।

অরবিন্দ কেজরিওয়াল এবং সৌরভ ভরদ্বাজ
Farmers Protest: নিহত তরুণ কৃষকের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রী মানের
অরবিন্দ কেজরিওয়াল এবং সৌরভ ভরদ্বাজ
Lok Sabha Polls 24: কাটছে আপ-কংগ্রেস জোট জট, দিল্লির পর আরও চার রাজ্যে যৌথ লড়াইয়ের বার্তা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in