Rajasthan Polls: পরাজয় মেনে নিলেন অশোক গেহলট, আজ বিকেলেই ইস্তফা

People's Reporter: এদিন পরাজয়ের পর সাংবাদিকদের গেহলট জানিয়েছেন, মানুষের দেওয়া এই রায় তিনি মাথা পেতে নিচ্ছেন।
অশোক গেহলট
অশোক গেহলটফাইল চিত্র
Published on

পরাজয় স্বীকার করে নিলেন রাজস্থানের কংগ্রেস শাসিত সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আজই বিকেল সাড়ে পাঁচটায় তিনি পদত্যাগ করবেন। সূত্র অনুসারে, আজ বিকেলেই রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করে তিনি নিজের ইস্তফাপত্র তুলে দেবেন।

এদিন পরাজয়ের পর সাংবাদিকদের গেহলট জানিয়েছেন, মানুষের দেওয়া এই রায় তিনি মাথা পেতে নিচ্ছেন।

রবিবার সকালেই শুরু হয়েছে রাজস্থান বিধানসভার ১৯৯ আসনের ভোটগণনা। নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল অনুসারে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত বিজেপি জয়ী হয়েছে ১৮ আসনে এবং কংগ্রেস জয়ী হয়েছে ৫টি আসনে।

ফলাফলের গতিপ্রকৃতি অনুসারে, বিজেপি এগিয়ে রয়েছে এবং জয়ী হয়েছে ১১২ আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে এবং জয়ী হয়েছে ৭২ আসনে। বিএসপি এগিয়ে রয়েছে ২ আসনে। রাজস্থানে অন্যান্যরা এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ১২ আসনে।

অশোক গেহলট
I.N.D.I.A: ৩ রাজ্যের ফলাফল দেখেই তড়িঘড়ি 'ইন্ডিয়া' শিবিরের বৈঠক ডাকলো কংগ্রেস!
অশোক গেহলট
MP Polls: ইন্ডিয়া মঞ্চকে অস্বীকার, অতিরিক্ত কমলনাথ নির্ভরতায় ভরাডুবি কংগ্রেসের - মত রাজনৈতিক মহলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in