তেলেঙ্গানা এবং ছত্তিসগড়ে ম্যাজিক ফিগার অতিক্রম করল কংগ্রেস। দুটি রাজ্যেই অনেক পিছিয়ে বিজেপি।
সকাল ৮ টা থেকে শুরু হয়েছে তেলেঙ্গানা, ছত্তিসগড় সহ মোট ৪ রাজ্যের ভোটগণনা। সবে মাত্র দেড় ঘণ্টা হয়েছে। গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, তেলাঙ্গানায় ১১৯ আসনের মধ্যে ৭১টি আসনে এগিয়ে কংগ্রেস। ম্যাজিক ফিগার ৬০। শাসকদল বিআরএস এগিয়ে ৩১ আসনে। বিজেপি এগিয়ে ১০টি আসনে। এআইএমআইএম-এর দখলে রয়েছে ৪টি আসন। অন্যান্যরা এগিয়ে রয়েছে ২টি আসনে। এখনও একটি আসনে গণনা শুরু হয়নি।
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী এবং বিআরএস সভাপতি কে. চন্দ্রশেখর রাও দুটি আসনে প্রতিদন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে কামারেডিতে প্রদেশ কংগ্রেস সভাপতি এ. রেভান্থ রেড্ডির কাছে পিছিয়ে রয়েছেন তিনি। তবে গাজওয়েলে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন কেসিআর।
অন্যদিকে কংগ্রেস শাসিত ছত্তিসগড়েও ম্যাজিক ফিগার অতিক্রম করেছে হাত শিবির। ৯০ আসন বিশিষ্ট ছত্তিসগড়ে ম্যাজিক ফিগার ৪৬। গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ৫৫ আসনে এগিয়ে কংগ্রেস। বিজপি এগিয়ে রয়েছে ৩৪ টি আসনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন