আসন্ন বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে ১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআই(এম)। ইতিমধ্যেই এই প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। যার মধ্যে ফিলাউর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেলা সিং, নাকোদরে গুরমেল সিং নাহাল, শাহকোট কেন্দ্র থেকে যশকরণ সিং, মালৌট কেন্দ্র থেকে দেবীন্দ্র সিং কোটলি, বালাচৌর কেন্দ্রে মাস্টার প্রেম চাঁদ, ভাদোউর কেন্দ্র থেকে বলবীর সিং, মালেরকোটলা কেন্দ্র থেকে আব্দুল সাত্তার, শার্দূলগড় কেন্দ্রে কুলবিন্দর সিং উদাত, রাজাসানসি কেন্দ্রে ভূপিন্দরজিত সিং চিনা, ধর্মকোট কেন্দ্রে সুরজিত সিং গাগরা, গড়শঙ্কর কেন্দ্র থেকে মহিন্দার কুমার, আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে গুরদেব সিং বাগগি, অমৃতসর কেন্দ্র থেকে কুলবীর সিং এবং গিল কেন্দ্র থেকে বলবীর সিং।
আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরাখন্ডের চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআই(এম)। রাজ্যের ধরালী (৫) কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কুবর রাম, কেদারনাথ (৭) কেন্দ্র থেকে রাজারাম সেমবাল, সহসপুর (১৭) কেন্দ্র থেকে কামদুদ্দীন এবং বি এইচ ই এল রানীপুর (২৬) কেন্দ্র থেকে রমেশ চন্দ্র ধীমান।
উত্তরপ্রদেশে চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছে সিপিআই(এম)। যার মধ্যে দেওরিয়ার সালেমপুর কেন্দ্রে সতীশ কুমার, চান্দৌলীর চাকিয়া কেন্দ্রে জয়নাথ, প্রয়াগরাজের কোরাওন কেন্দ্র থেকে চিরঞ্জী লাল কোল এবং মির্জাপুরের মারিহান কেন্দ্র থেকে সুরেশ।
পাঁচ রাজ্যের আসন্ন নির্বাচনে পাঞ্জাবের ১১৭ আসন বিশিষ্ট বিধানসভায় ভোট নেওয়া হবে আগামী ২০ ফেব্রুয়ারি। ৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ড বিধানসভায় ভোট নেওয়া হবে ১৪ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশে ভোট নেওয়া হবে ৭ দফায়। সব রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হবে ১০ মার্চ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন