সম্ভবত পাঁচ রাজ্যের কংগ্রেস বিধায়কদের ফল প্রকাশের পরেই রাজস্থানে নিয়ে যাওয়া হবে। বিধায়কদের দলবদল আটকাতে এই পন্থা নিতে পারে কংগ্রেস। পরিচিত রাজনৈতিক সূত্র অনুসারে এই ধরণের ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রবিবার নয়াদিল্লিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি ভেনুগোপাল সহ দলের শীর্ষ নেতৃত্ব এক বৈঠকে মিলিত হয়েছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। এই আলোচনায় রাজ্যগুলির বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা করার পরে কী কৌশল নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সূত্র অনুসারে, এই পাঁচ রাজ্যের বিধায়কদের রাজনৈতিক ক্যাম্পিংও আলোচনায় বিশেষভাবে স্থান পেয়েছে এবং তাদের রাজস্থানে স্থানান্তরের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজস্থান গেহলটের শাসনে অন্যান্য রাজ্যের বিধায়কদের জন্য নিরাপদ ক্যাম্পিংয়ের ব্যবস্থা করার জন্য এগিয়ে এসেছে।
এর আগে গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিধায়কদেরও দলবদল আটকাতে এখানে স্থানান্তরিত করা হয়েছিল। আসামের বিধায়কদেরও একই উদ্দেশ্যে এখানে স্থানান্তরিত করা হয়েছিল। আগামী ১০ মার্চ ফলাফল ঘোষণার আগেই কয়েকটি রাজ্যের সম্ভাব্য বিধায়করা রাজস্থানে চলে আসতে পারেন।
যদিও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই বৈঠককে "সৌজন্যমূলক" বৈঠক বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, "এটি একটি সৌজন্যমূলক বৈঠক ছিল। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এবং বৈঠকের সময়সূচী চূড়ান্ত হয়েছিলো। নির্বাচনের পরে আমাদের কীভাবে এগিয়ে যেতে হবে তাও আলোচনায় উঠে এসেছে।
তিনি আরও বলেন, এছাড়াও দলের সাংগঠনিক নির্বাচনের পাশাপাশি নতুন সদস্যপদ নিয়েও আলোচনা হয়েছে। আজ কেন্দ্রে যারা ক্ষমতায় আছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং বিরোধী হিসেবে আমরা সামনে থেকে নেতৃত্ব দিতে পারি। কংগ্রেসের পদে থাকা আমাদের সকলেরই দায়িত্ব আছে। আমরা কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি সেই বিষয়ে চিন্তা করা উচিৎ।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন