বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পাঁচ দিন পর, বিজেপি রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের জন্য মুখ্যমন্ত্রী বাছাই করার পরিকল্পনা শুরু করেছে। তিন রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেবার জন্য মোট ন’জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এঁরা বিভিন্ন রাজ্যের বিধায়কদলের সঙ্গে বৈঠক করবেন এবং দলীয় নেতা নির্বাচনের প্রক্রিয়া তদারকি করবেন।
রাজস্থানে পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য যে কমিটি তৈরি করা হয়েছে সেই দলের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও ওই কমিটিতে আছেন দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওয়াদে ও সরোজ পান্ডে।
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝালরপাটনের বিধায়ক বসুন্ধরা রাজে সিন্ধিয়া ইতিমধ্যেই দলীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। রাজনৈতিক মহলের মতে তিনি মুখ্যমন্ত্রীত্বের দাবি নিয়েই সভাপতির সঙ্গে দেখা করেন। রাজ্যের নব নির্বাচিত বিধায়কদের মধ্যে অনেকেই সিন্ধিয়া শিবিরের।
যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রীই চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেখানে তিন রাজ্যেই নতুন প্রজন্মের কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে।
মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেবার কমিটিতে প্রধান হিসেবে আছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। তাঁর সঙ্গে ওই কমিটিতে আছেন সংসদীয় বোর্ডের সদস্য ও ওবিসি মোর্চা প্রধান কে. লক্ষ্মণ এবং দলের সেক্রেটারি আশা লাকরা। বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকা সত্ত্বেও এবার মধ্যপ্রদেশে ক্ষমতা দখল করেছে বিজেপি।
২০০৩ সালে মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে বিজেপির তিনজন মুখ্যমন্ত্রী হয়েছেন। যারা সকলেই ওবিসি। এবারও কোনও ওবিসিকেই মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হতে পারে। কারণ লোকসভা নির্বাচনের মুখে এই বিষয়ে কোনও ঝুঁকি নিতে রাজী নয় বিজেপি শীর্ষ নেতৃত্ব।
ছত্তিশগড়ে, বিজেপির অপ্রত্যাশিত জয়ের পর এখনও মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজনৈতিক মহলের মতে রাজ্যের নেতৃত্ব দেওয়ার জন্য বিজেপি কোনও আদিবাসী মুখ বেছে নিতে পারে। এই রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করার জন্য উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা, নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, এবং দলিত নেতা ও দলের সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতমকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন