Himachal Assembly Polls 22: নির্বাচনের আগেই বড়সড় ভাঙন! কংগ্রেস ছেড়ে বিজেপিতে ২৬ নেতা-কর্মী

নিজস্ব একটি ট্যুইটে জয়রাম ঠাকুর নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, "রাজনৈতিক পালাবদল আসন্ন।"
সদ্য বিজেপিতে যোগদানকারী ২৬ কংগ্রেস সদস্য
সদ্য বিজেপিতে যোগদানকারী ২৬ কংগ্রেস সদস্য ছবি - জয়রাম ঠাকুর ট্যুইটার হ্যান্ডেল
Published on

আগামী ১২ নভেম্বর, শনিবার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে হিমাচল প্রদেশে। তার আগেই বড়সড় ভাঙন ধরল কংগ্রেস শিবিরে। নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে অর্থাৎ সোমবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ২৬ জন নেতা-কর্মী।

সোমবার, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা বিজেপি নেতা সুধন সিংয়ের উপস্থিতিতে এক সাথে ২৬ জন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমলার বিজেপি প্রার্থী সঞ্জয় সুদ।

নির্বাচনের দোড় গোড়ায় এসে এক ধাক্কায় ২৬ জন সদস্যের দলত্যাগ নিঃসন্দেহের কংগ্রেসের জন্য বাড়তি চিন্তার কারণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নিজস্ব একটি ট্যুইটে জয়রাম ঠাকুর নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, "রাজনৈতিক পালাবদল আসন্ন। আজ (সোমবার) সিমলার কংগ্রেস পার্টির প্রাক্তন পদাধিকারী সহ অনেক সহকর্মী কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি পরিবারে আপনাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাই। আসুন আমরা বিজেপির ঐতিহাসিক জয়ের জন্য একসাথে কাজ করি।"

সংবাদ সংস্থা ANI-র রিপোর্ট অনুযায়ী যে ২৬ জন সদস্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন -

১) কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ধরমপাল ঠাকুর, ২) প্রাক্তন সম্পাদক আকাশ সাইনি, ৩) প্রাক্তন কাউন্সিলর রাজন ঠাকুর, ৪)প্রাক্তন জেলা সহ-সভাপতি অমিত মেহতা, ৫) মেহর সিং কানওয়ার, ৬) যুব কংগ্রেস সভাপতি রাহুল নেগি, ৭) জয় মা শক্তি সামাজিক সংস্থার সভাপতি জোগিন্দর ঠাকুর, ৮) নরেশ ভার্মা, ৯) চামিয়ানা ওয়ার্ডের সদস্য যোগেন্দ্র সিং, ১০) ট্যাক্সি ইউনিয়নের সদস্য রাকেশ চৌহান।

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন - ১১) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ সিমলার সভাপতি ধর্মেন্দ্র কুমার, ১২) বীরেন্দ্র শর্মা, ১৩) রাহুল রাওয়াত, ১৪) সোনু শর্মা, ১৫) অরুণ কুমার, ১৬) শিবম কুমার ১৭) গোপাল ঠাকুর, ১৮) চমন লাল, ১৯) জেলা কংগ্রেস কমিটির সেক্রেটারি দেবেন্দ্র সিং, ২০) মহেন্দ্র সিং, ২১) যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক মুনিশ মন্ডলা, ২২) বালকৃষ্ণ ববি, ২৩) সুনীল শর্মা, ২৪) সুরেন্দ্র ঠাকুর, ২৫) সন্দীপ সামতা এবং ২৬) রবি।

সদ্য বিজেপিতে যোগদানকারী ২৬ কংগ্রেস সদস্য
Himachal Assembly Polls 22: নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের, ১ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in