২০ মে পঞ্চম দফার নির্বাচন। পশ্চিমবঙ্গের ৭ আসনেও ওই দিন ভোটগ্রহণ। এই সাত আসনে শান্তিপূর্ণ নির্বাচন করতে মরিয়া কমিশন। কারণ ওইদিন যে সাত কেন্দ্রে নির্বাচন আছে তার মধ্যে ৫৭ শতাংশের বেশি বুথ স্পর্শকাতর।
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক-র দফতরের রেকর্ড অনুসারে এই দফায় স্পর্শকাতর বুথ রয়েছে ৫৭.১৯ শতাংশ। যা ১৩ মে হওয়া চতুর্থ দফার ২৩.৫ শতাংশ স্পর্শকাতর বুথের তুলনায় অনেকটাই বেশি।
পশ্চিমবঙ্গের যে সাতটি কেন্দ্রে আগামী ২০ মে নির্বাচন হতে চলেছে তার মধ্যে রয়েছে হুগলি জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর; উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ এবং হাওড়া জেলার হাওড়া ও উলুবেড়িয়া।
সিইও অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এই সাত লোকসভা কেন্দ্রের মধ্যে চারটিতে ৫০ শতাংশের বেশি বুথ স্পর্শকাতর এবং তার মধ্যে দুটি কেন্দ্রে ৮০ শতাংশের বেশি স্পর্শকাতর বুথ আছে।
পঞ্চম দফায় হুগলিতে সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে। এই কেন্দ্রে আছে ৮৭ শতাংশ স্পর্শকাতর। তারপর রয়েছে আরামবাগ। এই কেন্দ্রে ৮৫ শতাংশ বুথ স্পর্শকাতর। ব্যারাকপুরে আছে ৬৭ শতাংশ স্পর্শকাতর বুথ এবং শ্রীরামপুরে ৬০ শতাংশ।
স্পর্শকাতর বুথের সংখ্যা বৃদ্ধির কারণেই পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। চতুর্থ পর্বের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন