পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় নির্বাচন হবে তিন কেন্দ্রে। যার মধ্যে আছে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ। আগামী ২৬ এপ্রিল এই তিন কেন্দ্রের ভোটগ্রহণ। এই তিন কেন্দ্রের মধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে সর্বাধিক সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন।
মুখ্য নির্বাচন আধিকারিক অফিসের সূত্র অনুসারে, বর্তমানে পশ্চিমবঙ্গে ৩০৩ কোম্পানি সিএপিএফ আছে এবং যার মধ্যে এই তিন কেন্দ্রে মোতায়েন করা হবে ২৭২ কোম্পানি। মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব সম্প্রতি জানিয়েছিলেন, রায়গঞ্জ কেন্দ্রে ১১১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া দার্জিলিং কেন্দ্রের জন্য থাকবে ৮৮ কোম্পানি এবং বালুরঘাট কেন্দ্রের জন্য থাকবে ৭৩ কোম্পানি বাহিনী।
রায়গঞ্জে যে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার মধ্যে সর্বাধিক বাহিনী মোতায়েন করা হবে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে। প্রথম দফার কোচবিহার আসনের মত দ্বিতীয় দফায় রায়গঞ্জ আসনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন।
রায়গঞ্জ কেন্দ্রের জন্য মোট ১৭৩০টি বুথ করা হয়েছে। যার মধ্যে ৪১৮টি বা ২৪ শতাংশ বুথই অতি স্পর্শকাতর। যা দার্জিলিং এবং বালুরঘাট কেন্দ্রের তুলনায় বেশি। দার্জিলিং-এ স্পর্শকাতর বুথের হার ২০ শতাংশ এবং বালুরঘাটে এই হার ১৯ শতাংশ।
রাজ্যে প্রথম পর্যায়ের নির্বাচনে ১০০ শতাংশ বুথে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা করা হয়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে দ্বিতীয় দফাতেও সেই ব্যবস্থাই নেওয়া হবে। এর মাধ্যমে অফিসে বসেই ভোটের হাল হকিকত জানতে পারবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
- With Agency Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন