Kerala: লোকসভার প্রার্থীপদ নিয়ে বৈঠকে CPIM কেরালা - সম্ভাব্য তালিকায় কে কে শৈলজা, টমাস আইজ্যাক

People's Reporter: কেরালায় মোট লোকসভা আসনের সংখ্যা ২০ এবং বিগত লোকসভা নির্বাচনে মাত্র ১টি আসনে জয়ী হয়েছিল সিপিআইএম। যদিও এবার গতবারের তুলনায় ভালো ফলের আশা করছে সিপিআইএম।
পিনারাই বিজয়ন ও কে কে শৈলজা
পিনারাই বিজয়ন ও কে কে শৈলজাফাইল ছবি সংগৃহীত
Published on

লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনায় সিপিআইএম কেরালা। শুক্রবার সিপিআইএম কেরালার শীর্ষ নেতৃত্ব আলোচনায় বসেন। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন, পলিটব্যুরো সদস্য এম এ বেবি, এ বিজয়রাঘবন, রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ রাজ্য শীর্ষ নেতৃত্ব।

কেরালায় মোট লোকসভা আসনের সংখ্যা ২০ এবং বিগত লোকসভা নির্বাচনে মাত্র ১টি আসনে জয়ী হয়েছিল সিপিআইএম। যদিও এবার গতবারের তুলনায় ভালো ফলের আশা করছে সিপিআইএম। নির্বাচন ঘোষণার আগেই প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলতে চাইছে দলের রাজ্য নেতৃত্ব।

জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ২০টি আসনের মধ্যে ১৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআইএম, ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআই এবং ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কেরালা কংগ্রেস (এম)।

সূত্র অনুসারে, এদিনের বৈঠকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে প্রাক্তন মন্ত্রী টমাস আইজ্যাক, কে কে শৈলজা, এ কে বালান, পি কে শ্রীমতীর। দলের বর্তমান বিধায়ক কে সুরেন্দ্রন, ভি জয়, এম নৌশাদ, তারকা বিধায়ক মুকেশ, প্রাক্তন বিধায়ক এ প্রদীপ কুমার, রাজু আব্রাহাম, আইশা পট্টি, এম স্বরাজ, টি ভি রাজেশ এবং রাজ্যসভা সাংসদ এলারাম করিমের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হয়েছে।

এছাড়াও দলের তরুণ নেতা ওয়াসিফ এবং পলিটব্যুরো সদস্য বিজয়রাঘবনের নামও আলোচনায় উঠে এসেছে। নাম এসেছে প্রয়াত সিপিআইএম নেতা এ কে বালানের স্ত্রী পি কে জামিলা এবং প্রয়াত নেতা জেমস ম্যাথুর স্ত্রী সুকন্যারও।

উল্লেখযোগ্যভাবে এদিনের আলোচনায় নাম এসেছে রেখা থমাসের। যিনি প্রাক্তন কংগ্রেস নেতা ও মন্ত্রী কে ভি থমাসের মেয়ে এবং কংগ্রেস ত্যাগ করেছেন। এরনাকুলাম কেন্দ্রের জন্য তাঁর নাম বিবেচনা করা হয়েছে।

সিপিআইএম সূত্র অনুসারে, সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত হলে তা সংশ্লিষ্ট জেলা কমিটির কাছে পাঠানো হবে। জেলা কমিটি সেই বিষয়ে বিচার বিবেচনা করে মতামত জানালে তা দলের শীর্ষ কমিটির কাছে পাঠানো হবে এবং তারপর প্রার্থীর নাম ঘোষিত হবে।

পিনারাই বিজয়ন ও কে কে শৈলজা
Lok Sabha Polls 24: কাশ্মীরের থেকেও বেশি, বাংলায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
পিনারাই বিজয়ন ও কে কে শৈলজা
Sonia Gandhi: রাজস্থান থেকে রাজ্যসভায় সোনিয়া গান্ধী - মনোনয়ন পেশ আজই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in