ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যে বিহারে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেব। এমনই প্রতিশ্রুতি দিলেন বিহারের নবনির্মিত রাজনৈতিক দল জন সুরজ প্রধান প্রশান্ত কিশোর। আগামী ২ অক্টোরর জন সুরজ দলের প্রতিষ্ঠা দিবস। তার আগেই এক সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দলের প্রধান প্রশান্ত কিশোর।
সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, আমরা গত ২ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। এই সময়েই তিনি বলেন, রাজ্যে যদি জন সুরজ সরকার গঠিত হয় তাহলে এক ঘণ্টার মধ্যে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।
প্রশান্ত কিশোরকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিহারের দুরবস্থার জন্য এই দু’জনই দায়ী। গত তিরিশ বছর ধরে বিহারের মানুষ তার সাক্ষী। আমরা দুজনের কাছেই আর্জি জানাচ্ছি যে ওঁরা বিহার থেকে চলে যান।
এর আগে তেজস্বী যাদব সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রশান্ত বলেন, যদি কেউ অভাবের জন্য লেখাপড়া শিখতে না পারে তা মেনে নেওয়া যায়। কিন্তু যার বাবা এবং মা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি ক্লাস ১০ পাশ করতে পারেন না তা থেকেই বোঝা যায় এঁরা শিক্ষাকে কোন চোখে দেখেন।
তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, কীভাবে একজন নবম শ্রেণীর স্কুলছুট বিহারকে অর্থনৈতিক দিশা দেখাবে? তিনি তো জিডিপি এবং জিডিপি বৃদ্ধির মধ্যে ফারাকও জানেন না। যদিও তিনি দাবি করছেন যে তিনি বিহারের উন্নয়ন করবেন। আসলে তাঁর নেতা হবার একমাত্র যোগ্যতা তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ছেলে।
প্রসঙ্গত, ২০১৫ সালের শেষে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক ঘোষণার মাধ্যমে ২০১৬ থেকে রাজ্যে মদ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন। তখন থেকে সেই নিয়মই চলছে। যদিও রাজ্যে মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিহারে বিগত সময়ে একাধিকবার বিষ মদ খেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ, রাজ্যে খাতায় কলমে মদ নিষিদ্ধ থাকলেও লুকিয়ে চুরিয়ে মদের ব্যবহার এখনও জারি আছে। এবার একদা ভোটকুশলী, বর্তমানে জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর নির্বাচনে বাজিমাতের উদ্দেশ্যে এই মদ বন্ধের নিয়মকেই হাতিয়ার করলেন এবং প্রতিশ্রুতি দিলেন তাঁর দল ক্ষমতায় এলে তিনি এক ঘণ্টার মধ্যে রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা তুলে দেবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন