Rahul Gandhi: মাধ্যমিকের কারণে রাহুলের 'ন্যায় যাত্রা'য় অনুমতি নেই বীরভূম পুলিশের, ক্ষুব্ধ অধীর

People's Reporter: অনুমতি না মিললেও শুক্রবার বীরভূমে ঢুকছে ন্যায় যাত্রা। এই প্রসঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন, যেহেতু অনুমতি না থাকা সত্ত্বেও যাত্রা বীরভূমে ঢুকেছে তখন পরিস্থিতি বুঝে বাধা দেওয়া হবে।
মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা
মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রাছবি সৌজন্যে পশ্চিমবঙ্গ কংগ্রেসের ফেসবুক পেজ
Published on

বীরভূমে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রার অনুমতি দিল না পুলিশ। মাধ্যমিক পরীক্ষার কারণে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়।

পুলিশ সুপারের দফতরের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য পুলিশের তরফ থেকে সেই আবেদন বাতিল করা হয়।

তবে অনুমতি না মিললেও শুক্রবার মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢুকছে ন্যায় যাত্রা। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, যতটা সম্ভব কম দূরত্ব অতিক্রম করে এই যাত্রা ঝাড়খণ্ডে পৌঁছে দেওয়া যায়, এখন সেই চেষ্টাই করছে তারা।  

এই প্রসঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন, যেহেতু অনুমতি না থাকা সত্ত্বেও যাত্রা বীরভূমে ঢুকেছে তখন পরিস্থিতি বুঝে বাধা দেওয়া হবে। পাশাপাশি, কোনও পথসভা বা জনসভা করলেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “মাধ্যমিক পরীক্ষার্থীরা রুমে ঢুকবে ৮ টা ৩০ মিনিটে। প্রশ্নপত্র দেওয়া হবে ৯ টা ৪৫ মিনিটে। পরীক্ষা শুরু হবে দশটা থেকে, শেষ হবে একটায়। পরীক্ষার্থীরা বিদ্যালয় ঢুকে যাওয়ার পর যদি আমাদের রোড শো করার অনুমতি দেওয়া হতো তাতে কি ক্ষতি হয়ে যেত?”

তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের কথা ভেবে বাংলায় গোটা যাত্রায় মাইক ব্যবহার করা হয়নি। গতকাল বহরমপুরের মতো শহরে জনসভা করার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু সেই জনসভাও তিনি বাতিল করে দেন পরীক্ষার্থীদের কথা ভেবে। তারপরও কেন পদযাত্রার অনুমতি দেওয়া হলো না? খুব অদ্ভুত লাগছে আমার সমস্ত ঘটনা।“

রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, আওগ্রাম, এড়োয়ালি, পারুলিয়া হয়ে শুক্রবার বীরভূমের তারাপীঠ থানার বুধিগ্রাম অঞ্চলের মাঝিপাড়ায় পৌঁছনোর কথা। সাড়ে ৯ টায় পৌঁছানোর কথা থাকলেও মাধ্যমিকের কারণে সময় পিছিয়ে দেন তিনি। ১২ টা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে তাঁর। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত রাহুল গান্ধীর বীরভূমে থাকার কথা। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, ১৪ নম্বর জাতীয় সড়কের উপরে, রামপুরহাট থানার মনসুবা মোড় ও বগটুই মোড় হয়ে রাহুল গান্ধীর গাড়ি ভাঁড়শালাপাড়া মোড়ে আসবে। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে গাড়ি থেকেই ধন্যবাদ জ্ঞাপন করবেন তিনি। তারপর ঝাড়খণ্ড রওনা দেবেন তিনি।

মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা
Arvind Kejriwal: ইডির পঞ্চম তলবও এড়ালেন কেজরিওয়াল
মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা
Tamil Nadu: মন্দিরে প্রবেশ করতে পারবেন না অহিন্দুরা! মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in