কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। তাঁদের দাবি, রাহুল গান্ধী দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন।
রবিবার দিল্লির রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে 'ইন্ডিয়া' শিবির প্রতিবাদ সভা করে। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন ‘ফিক্সিং’ –এর অভিযোগ তুলেছিলেন।
বিজেপির ‘আপ কি বার ৪০০ পার’ স্লোগানের প্রেক্ষিতে রাহুল রবিবার বলেছিলেন, “ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশাল মিডিয়া ব্যবহার এবং সংবাদমাধ্যমকে চাপ না দিয়ে ওরা (বিজেপি) ১৮০টির বেশি আসন জিততে পারবে না।“
রাহুলের করা এই মন্তব্যের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো বিজেপি। তাঁদের দাবি, রাহুল ইভিএমের সত্যতা ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধীর এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা ও তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়। এই সংক্রান্ত ৬ পাতার অভিযোগ পত্র দায়ের করে বিজেপি।
বিজেপির আরও দাবি, ইন্ডিয়া মঞ্চের সমাবেশে রাহুলের বিবৃতিটি জনসাধারণকে বিভ্রান্ত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করার জন্য মিথ্যা উপস্থাপন।
এছাড়াও বিজেপির দাবি এই মন্তব্যের জন্য কংগ্রেস নেতাকে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাদের বিরুদ্ধে মিথ্যা এবং বিকৃত অভিযোগ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হোক।
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন