Lok Sabha Polls 24: মনোনয়ন বাতিল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের

People's Reporter: দেবাশিসের জায়গায় বীরভূমের নয়া বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। উল্লেখ্য, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবারই মনোনয়ন জমা দেন দেবতনু। তাঁর মনোনয়ন পত্র গৃহীত হয়েছে।
Lok Sabha Polls 24: মনোনয়ন বাতিল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের
Published on

বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করে দেওয়া হল। জানা গেছে, নো ডিউ সার্টিফিকেট না দিতে পারায় বাতিল করা হয়েছে দেবাশিস ধরের মনোনয়ন পত্র। দেবাশিসের জায়গায় বীরভূমের নয়া বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। উল্লেখ্য, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবারই মনোনয়ন জমা দেন দেবতনু। তাঁর মনোনয়ন পত্র গৃহীত হয়েছে।

প্রার্থী হওয়ার আগে কোচবিহারের জেলা পুলিশের চাকরী থেকে ইস্তফা দিয়েছিলেন আইপিএস দেবাশিস ধর। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি। অন্যদিকে, দেবাশিস জানান, কেন্দ্রের পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। এরপরেই বীরভূমের প্রার্থী হন তিনি।

আগামী ১৩ মে, চতুর্থ দফা ভোটের দিন নির্বাচন বীরভূমে। আর বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। মঙ্গলবার বীরভূমের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন দেবাশিস ধর। যদিও তার আগে থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার তাঁর প্রার্থী পদ বাতিল হয়ে যায়। প্রার্থী পদ বাতিলের পর দেবাশিস জানান, যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বীরভূমে নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দেবাশিসের বিরুদ্ধে রাজ্য সরকার বিভাগীয় তদন্ত করবে। এরপর বৃহস্পতিবার বীরভূমের বিকল্প প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য। তারপর থেকেই জল্পনা বাড়তে শুরু করে। এই বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, "দল কোনো ঝুঁকি নিতে নারাজ। অনেক কলকাঠি নাড়া হচ্ছে। তাই দ্বিতীয় প্রার্থী মনোনয়ন দিলেন।“ অবশেষে সেই জল্পনা সত্যি হল।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় দেবাশিসকে কোচবিহার জেলার পুলিশ সুপার করেছিল নির্বাচন কমিশন। তবে ভোটের দিন শীতলকুচিতে অশান্তির জেরে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৪ জনের। সেই ঘটনার রেশ ধরে দেবাশিস ধরকে সাসপেন্ড করে রাজ্য সরকার। সেই সময় তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল সিআইডি। এরপর তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে রাখা হয়েছিল।

ওই ঘটনার পর ২০২২ সালে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দেবাশিস ধরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। কিছু মাস আগে দেবাশিসের সাসপেনশন তুলে নেওয়া হলেও তাঁকে ওয়েটিংয়েই রাখা হয়েছিল।

Lok Sabha Polls 24: মনোনয়ন বাতিল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের
দেশের ধনীতম প্রার্থীদের একজন, হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতার মোট সম্পত্তি কত জানেন?
Lok Sabha Polls 24: মনোনয়ন বাতিল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের
Live Blog: Lok Sabha Polls 24: ১১টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে ত্রিপুরা, সবথেকে পিছিয়ে মহারাষ্ট্র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in