Lok Sabha Polls 24: লন্ডন-দুবাইতে বাড়ি, একাধিক দামি গাড়ি - ১৪০০ কোটির সম্পত্তি বিজেপির এই প্রার্থীর

People's Reporter: গোয়া ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বাড়ি রয়েছে পল্লবীর। দুবাই ও লন্ডনেও বাড়ি আছে। দুবাইয়ের বাড়ির বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। লন্ডনের বাড়ির বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী পল্লবী ডেম্পো
দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী পল্লবী ডেম্পো ছবি - সংগৃহীত
Published on

বাড়ি-গাড়ি-টাকা-সোনা সহ মোট ১৪০০ কোটি টাকার সম্পত্তি। না কোনো তারকার নয়। এই সম্পত্তি গোয়ার বিজেপি প্রার্থীর। দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী পল্লবী ডেম্পো। মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সেখানেই জানা গিয়েছে, তাঁর ও তাঁর স্বামীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ।  

গোয়ার অন্যতম বড়ো শিল্পপতি শ্রীনিবাস ডেম্পো। গ্রুপের চেয়ারম্যান তিনি। তাঁর স্ত্রী পল্লবী ডেম্পো। ফুটবল থেকে শুরু করে রিয়্যাল এস্টেট, জাহাজ নির্মাণ, শিক্ষা প্রভৃতি নানা ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে ওই কোম্পানির। মঙ্গলবার জমা দেওয়া হলফনামায় নিজেই সে সব উল্লেখ করেছেন পল্লবী।

পল্লবীর জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর অস্থাবর সম্পত্তির মোট মূল্য ২৫৫.৪ কোটি টাকা। তাঁর স্বামী শ্রীনিবাসের অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৯৯৪.৮ কোটি টাকা। এ ছাড়া, পল্লবীর স্থাবর সম্পত্তির মোট বাজারমূল্য ২৮.২ কোটি টাকা। তাঁর স্বামীর স্থাবর সম্পত্তির বাজারমূল্য ৮৩.২ কোটি টাকা।

হলফনামা অনুযায়ী, গোয়া ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বাড়ি রয়েছে তাঁর। এছাড়াও, দুবাই ও লন্ডনেও তাঁদের বাড়ি আছে। দুবাইয়ের বাড়ির বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। অন্যদিকে, লন্ডনের বাড়ির বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

এছাড়াও তাঁর কাছে সোনা রয়েছে প্রায় ৫.৭ কোটি টাকার। পল্লবীর হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে তিনি নিজে আয়কর দিয়েছেন প্রায় ১০ কোটি টাকা। তাঁর স্বামী আয়কর দিয়েছেন ১১ কোটি টাকা।

পুণে বিশ্ববিদ্যালয় থেকে বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন ৪৯ বছর বয়সী পল্লবী ডেম্পো। তাঁর সম্পত্তির পরিমাণ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আগামী ৭ মে দক্ষিণ গোয়ায় ভোট হতে চলেছে। ফলাফল ৪ জুন।

দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী পল্লবী ডেম্পো
গেরুয়া পোশাক পরে ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে মিশনারি স্কুলে হামলা চালানোর অভিযোগ
দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী পল্লবী ডেম্পো
Lok Sabha Polls 24: গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দু'বারের BJP সাংসদের!
দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী পল্লবী ডেম্পো
Lok Sabha Polls 24: ভোটের দিন কোচবিহার থাকার সিদ্ধান্ত রাজ্যপালের, সফর বাতিলের পরামর্শ কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in