লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলল রাজ্যের শাসক দল। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে ভিনদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। নিজের অভিযোগের সপক্ষে পুরোনো খবরের কাগজের কাটিং এবং ২০২১ রাজ্য বিধানসভা নির্বাচনের এক হলফনামা পোষ্ট করেছেন কুণাল ঘোষ।
গত রবিবার প্রকাশিত বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বাংলায় ১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর সেই প্রার্থী তালিকায় বারাসাতের প্রার্থী স্বপন মজুমদারকে নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ ও অরূপ চক্রবর্তীরা।
কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে সংবাদপত্রের এক পুরোনো কাটিং পোষ্ট করে প্রশ্ন করেন, “ইনিই কি এবার বিজেপির বারাসতের প্রার্থী? যদি হন, তাহলে তিনি মাদককাণ্ডে ঘোষিত অপরাধী। বিজেপি ব্যাখ্যা দিক।“ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হওয়ার সময় হলফনামায় স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলার খতিয়ান উল্লেখ করা হয়েছে সেই পোস্টে।
লোকসভা নির্বাচনের একজন প্রার্থী মাদক পাচারকারী কীভাবে হতে পারে? এনিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তীও। তিনি লেখেন, “দেখুন তো এই হেরোইন পাচারকারী বিজেপি নেতাই ১৭-বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার কি না? এ তো রীতিমতো ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলার তাহলে! অসম পুলিশ মাদক পাচারের অভিযোগে একে গ্রেপ্তার করেছিল।“
উল্লেখ্য, স্বপন মজুমদারের বিরুদ্ধে মায়ানমার থেকে মাদক এনে আসাম, নাগাল্যান্ড, মণিপুরে পাচারের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালে আসাম পুলিশ তাঁকে গ্রেফতার করে। দশ বছরের কারাদণ্ডও হয় তার। সে সময় নিজেই একথা প্রকাশ করেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তার মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজের শাস্তির কথাও উল্লেখ করেছিলেন তিনি। তাকেই ফের লোকসভা নির্বাচনে বারাসাতের প্রার্থী করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
আসন্ন লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বর্তমান সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষিত হয়েছে স্বপন মজুমদারের। বামেদের পক্ষ থেকে এখনও এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষিত হয়নি। বারাসত কেন্দ্রের ভোট গ্রহণ হবে নির্বাচনের সপ্তম দফায়, আগামী ১ জুন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন