ভোট প্রচারে বেরিয়ে বুধবার সকালে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় হঠাৎ পৌঁছালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। শশীর পাঁজার প্রয়াত শ্বশুর অজিত পাঁজার ছবিতে মালা দান করে বেরিয়ে যান তাপস।
উল্লেখ্য, রাজনীতিক অজিত পাঁজাকে নিজের রাজনৈতিক গুরু হিসাবে মানেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়। সেই কারণেই বুধবার সকালে অজিত পাঁজাকে শ্রদ্ধা জানাতে শশী পাঁজার বাড়িতে যান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। এদিন মালা দান করে বেরোনোর সময় রাজ্যের মন্ত্রী শশীর সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন তাপস। যদিও মন্ত্রী জানিয়েছেন, তাঁদের কোনও কথা হয়নি।
শশী পাঁজা জানিয়েছেন, বুধবার সকালে নিজের অফিসে বসে শ্যামপুকুর বিধানসভার ব্যাপারে আলোচনা করছিলেন তিনি। সেই সময় হঠাৎই তাপস রায়কে তাঁর বাড়িতে ঢুকতে দেখলে, তাঁকে স্বাগত জানান তিনি। শ্বশুর অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে প্রণাম করে বেরিয়ে যান। মন্ত্রী জানিয়েছেন, ‘‘আমার সঙ্গে কোনও কথা হয়নি। অজিত পাঁজা ওঁর গুরু ছিলেন। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।“
অন্যদিকে, শশী পাঁজার বাড়ি থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী তাপস রায় জানান, “আমার সৌভাগ্য হয়েছিল অজিত পাঁজার সান্নিধ্য পাওয়ার। ১৯৭৯ সাল থেকে এই বাড়িতে আমার নাগাড়ে যাতায়াত ছিল। জয়া বৌদির (অজিতের স্ত্রী) স্নেহ-আদর পেয়েছি। এ বাড়ির সকলের সঙ্গে ভাল সম্পর্ক। তাই তাঁকে (অজিত) প্রণাম করতে এসেছিলাম। শশী পাঁজার সঙ্গে দেখা হল। এক জন কাউন্সিলরের সঙ্গেও দেখা হয়েছে।’’
এরপর ভোট প্রচারের তাপস বিষয়ে জানান, ‘‘কলকাতা উত্তরের ১৫ লক্ষ মানুষের কাছে যাব ভোটের প্রচারে। দু’জন বাদে।“ তবে সেই দু’জন কারা, তার উত্তর দেননি তাপস রায়।
উল্লেখ্য, এর আগে ভোট প্রচারে বেরিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছেও গিয়েছিলেন তাপস রায়। গত সোমবার আলিমুদ্দিনে যান তাপস। বামেদের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তাপস জানান, ‘‘আমি বিমানদার আশীর্বাদ নিলাম এবং এই কেন্দ্রের ভোটার হিসাবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি, ওঁর কাছেও এসেছি। উনি আমাদের রাজ্যের সর্বজ্যেষ্ঠ, সৎ এবং নিষ্ঠাবান রাজনৈতিক নেতা।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন