দলীয় নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে ভোটে লড়ার শাস্তি পেলেন ভোজপুরি গায়ক পবন সিং। এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে লড়ার জন্য পবন সিং-কে বহিষ্কার করলো বিজেপি।
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে সেখানে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পবন। পরে বিহারের কারাকাট কেন্দ্রে বিজেপির টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়ান। এই কেন্দ্রে এনডিএ জোটের তরফ থেকে রাষ্ট্রীয় লোক মোর্চার উপেন্দ্র কুশোওয়াহাকে প্রার্থী করা হয়।
বিজেপির দেওয়া বহিষ্কারের নোটিশে বলা হয়েছে, 'দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কারাকাট লোকসভা কেন্দ্র থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পবন সিং। এই কারণে দল থেকে তাঁকে সাসপেন্ড করা হলো। পবন যেটা করেছেন তা সম্পূর্ণ দলবিরোধী কাজ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরীর নির্দেশেই তাঁকে বহিষ্কার করা হয়েছে'।
বিজেপি-র সিদ্ধান্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া না জানালেও, তাৎপর্যপূর্ণভাবে এদিন নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় নবজাগরণ এবং সমাজ সংস্কারের জনক রাজা রামমোহন রায়কে শ্রদ্ধা জানান পবন।
উল্লেখ্য, লোকসভা ভোটে বিজেপির পক্ষ থেকে আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল ভোজপুরি গায়ক পবন সিংকে। নাম ঘোষণার একদিনের মধ্যেই পবন জানিয়ে দেন, আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চাননা তিনি। ভোজপুরি গায়ক বলেছিলেন, 'বিজেপি আমার উপর তাদের আস্থা রেখেছে এবং আমাকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু কিছু কারণবশত, আমি আসানসোল থেকে ভোটে লড়তে পারব না'।
পরে অবশ্য তিনি বলেছিলেন, নির্বাচনে লড়বেন তিনি। বিহারের কোনো আসন থেকেই যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তেমন ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু বিজেপি তাঁকে কোনও টিকিট না দেওয়ায়, নির্দল হিসেবে দাঁড়ান তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন