WB by Election 24: রাজ্যের দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

People's Reporter: তৃণমূল নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে বরাহনগরের বিধায়ক পদে ইস্তফা দিয়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। তিনি বিজেপি প্রতীকে কলকাতা উত্তর কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রার্থী।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীছবি সংগৃহীত
Published on

লোকসভার পাশাপাশি বাংলার দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। মঙ্গলবার সেই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় শূন্য হওয়া বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে লড়বেন কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ।

অন্যদিকে, মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রে প্রয়াত বিধায়ক ইদ্রিশ আলির আসনে বিজেপির হয়ে লড়বেন ভাস্কর সরকার। লোকসভা ভোটের তৃতীয় দফা ভোটের দিন অর্থাৎ ৭ মে ভগবানগোলাতে উপনির্বাচন। অন্যদিকে, ১ জুন অর্থাৎ শেষ দফা ভোটের দিন বরাহনগরে উপনির্বাচন।

তৃণমূল নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে বরাহনগরের বিধায়ক পদে ইস্তফা দিয়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। তিনি বিজেপি প্রতীকে কলকাতা উত্তরের লোকসভা ভোটের প্রার্থী। তাঁর ছেড়ে যাওয়া আসনে দাঁড়িয়েছেন সজল ঘোষ। বর্তমানে তিনি কলকাতা পুরসভার ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর। প্রার্থী হওয়ার পর থেকে উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী সজল ঘোষ।

অন্যদিকে, মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি সম্প্রতি প্রয়াত হয়েছেন। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে ভাস্কর সরকারকে। বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলেও লোকসভা নির্বাচনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। জানা গেছে, এখনও দল ওই চার আসনে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২১ –এর বিধানসভা নির্বাচনেই এই দুই আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। সেবার ইদ্রিশ আলি প্রায় ১ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন। অন্যদিকে, ২০১১ সাল থেকে টানা জিতে আসা বিধায়ক তাপস রায়ও গত বিধানসভা নির্বাচনে বরাহনগরে জিতেছেন বড় ব্যবধানেই। তবে, বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করলেও তৃণমূল বা বামেদের পক্ষ থেকে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি।

ছবি - প্রতীকী
Lok Sabha Polls 24: বিজেপির ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্রনীল ঘোষ, টিকিট না পেয়ে অসন্তোষ?
ছবি - প্রতীকী
CPIM: মোদী-মমতাকে আটকাতে প্রচারে 'সমতা'! প্রযুক্তিকে হাতিয়ার করে নতুন চমক রাজ্য সিপিআইএম-এর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in