Lok Sabha Polls 24: নির্বাচনী ভাষণে অভিজিৎ গাঙ্গুলিকে হারানোর হুঙ্কার খোদ বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

People's Reporter: ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, "নাও, ঠ্যালা বোঝো…, অভিজিৎ গাঙ্গুলিকে দুলক্ষ ভোটে হারানোর ডাক।"
চন্দন মণ্ডল ও অভিজিৎ গাঙ্গুলি
চন্দন মণ্ডল ও অভিজিৎ গাঙ্গুলি গ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

লোকসভার প্রচারে গিয়ে নিজের দলের প্রার্থীকেই হারানোর হুঙ্কার দিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক। ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ শুরু তৃণমূলের। যদিও বিপাকে পড়ে পরে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা।

ঘটনাটি ঘটছে তমলুকে। বৃহস্পতিবার তমলুকের ময়নায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হয়ে প্রচারে গিয়েছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক চন্দন মন্ডল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “তমলুক লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ২ লক্ষ ভোটে আমরা হারাব, হারাব, হারাব। এই আমাদের শপথ।”

চন্দন বাবুর এই কথা শুনে তৎক্ষনাৎ অস্বস্তিতে পড়ে যায় বিজেপির বাকি নেতারা। ভিডিওতে দেখা যাচ্ছে, চন্দন বাবুর ডানদিকে বসে থাকা আর এক বিজেপি নেতা তখন খোঁচা দিচ্ছেন তাঁর পিঠে। এর পরই ভুল বুঝতে পেরে শুধরে নিয়ে চন্দন বাবু বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ২ লক্ষ ভোটে জেতাব, জেতাব, জেতাব।”

চন্দন মণ্ডলের এই ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, “নাও, ঠ্যালা বোঝো…, অভিজিৎ গাঙ্গুলিকে দুলক্ষ ভোটে হারানোর ডাক। ইনি চন্দন মন্ডল, তমলুকে বিজেপির সম্পাদক। আগেই বলেছিলাম গদ্দারপন্থীরা অভিজিৎবাবুকে হারানোর খেলা খেলবে। সেটাই মুখ থেকে বেরিয়ে গেছে।”

চন্দন মণ্ডল ও অভিজিৎ গাঙ্গুলি
Congress: ১০ বছরে ১৫০ লক্ষ কোটি ঋণ নিয়েছে কেন্দ্রের মোদী সরকার, এই টাকা গেল কোথায়? প্রশ্ন কংগ্রেসের
চন্দন মণ্ডল ও অভিজিৎ গাঙ্গুলি
Lok Sabha Polls 24: রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়া বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ২৪২টি ফৌজদারি মামলা!
চন্দন মণ্ডল ও অভিজিৎ গাঙ্গুলি
Congress: ভোটের মুখে ১৭০০ কোটি টাকা জরিমানার নোটিশ আয়কর দপ্তরের - 'ট্যাক্স সন্ত্রাস' দাবি কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in