মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিরোধী কংগ্রেসকে একচুল জমিও ছাড়তে নারাজ বিজেপি। তাই অন্যরকম পন্থা নিল শাসকদল। কোনও নির্দিষ্ট বুথ কেন্দ্রে বিরোধী কংগ্রেস যদি একটিও ভোট না পায়, তাহলে বিজেপির তরফে সেই সংশ্লিষ্ট বুথ সভাপতিকে জন্য ৫১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। উল্লেখ্য, দলের জাতীয় স্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হওয়ার পাশাপাশি এবারের নির্বাচনে বিজয়বর্গীয়কে দলের তরফে ইন্দোর-১ কেন্দ্র থেকে প্রার্থীও করা হয়েছে।
বৃহস্পতিবার নিজের কেন্দ্র ইন্দোর-১ এর ৭ নং ওয়ার্ডে কর্মীদের সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে বিজয়বর্গীয় জানান, “যেখানে যেখানে কংগ্রেস একটি ভোটও পাবে না, সেইসব বুথ কেন্দ্রের সভাপতিকে আমরা ৫১ হাজার টাকা করে পুরস্কার দেব।” ওই কেন্দ্রে বিজয়বর্গীয়র কং প্রতিদ্বন্দ্বী এলাকার মানুষকে 'নিজের পরিবার' হিসেবে অভিহিত করে প্রায় ২ লক্ষ শাড়ি বিতরণ করেছেন। বৃহস্পতিবার এই নিয়েও কটাক্ষ করেছেন ভাজপার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, “এই ওয়ার্ডের মানুষ খুবই ভালো এবং আমি জানি তাঁরা এই কেন্দ্র থেকে কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। কারণ, কংগ্রেস এখানে কোনও উন্নয়নমূলক কাজ করেনি।”
মধ্যপ্রদেশের দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। একদিকে যেমন রাজ্যে ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া পদ্ম শিবির, অন্যদিকে তেমনই বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে মধ্যপ্রদেশে নতুন করে সরকার গড়ার জন্য মুখিয়ে রয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই দুই দফায় নির্বাচনী প্রার্থীদের নাম ঘোষণা করলেও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কার্যত ব্রাত্য করে রেখেছে বিজেপি। সূত্রের খবর, শিবরাজ আমলে রাজ্যের একাধিক দুর্নীতির জন্য এবারে তাঁকে ‘সরিয়ে’ দিতে চাইছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন