আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। তারও আগে বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচনও। তাই এখন থেকে প্রত্যেকটি রাজ্যে খুঁটি শক্ত করতে উদ্যত হয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মর্মেই মঙ্গলবার একাধিক রাজ্যে বিজেপির প্রধানদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির।
চলতি বছরের শেষেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। সেকথা মাথায় রেখে কে. চন্দ্রশেখরের রাজ্যে বিজেপির নেতৃত্ব সঁপা হল বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির হাতে। এর পাশাপাশি, তেলেঙ্গানার প্রথম অর্থমন্ত্রী তথা বিজেপি বিধায়ক ইতেলা রাজেন্দরকে রাজ্য বিজেপির নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল। উল্লেখ্য, কেসিআর-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতির সরকারে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন রাজেন্দর। ২০২১ সাল পর্যন্ত বিআরএস-এর সঙ্গে থাকার পর তিনি বিজেপিতে যোগ দেন।
অন্যদিকে, তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাওয়ের কন্যা দজ্ঞুবতী পুরণদেশ্বরীকে অন্ধ্রের বিজেপি সভাপতি করা হয়েছে। আবার, পঞ্জাব বিজেপিকে নেতৃত্ব দেবেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সুনীল কুমার ঝাকর। তিনি গত বছর মে মাসে পঞ্জাবে জাতীয়তাবাদ, ঐক্য ও ভ্রাতৃত্বকে সমর্থন করার যুক্তি দেখিয়ে কংগ্রেস থেকে সরে এসে বিজেপিতে যোগ দেন। ঝাড়খণ্ডের গেরুয়া শিবিরের নেতৃত্বে রয়েছেন সে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ও বর্তমানে ঝাড়খণ্ড বিধানসভার বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি।
আবার, আলাদা রাজ্য হিসেবে তেলেঙ্গানা ভাগ হওয়ার আগে যুক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি দলের সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন পুরনো মিলিয়ে এই সমস্ত রাজ্যের দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও স্টেট ইনচার্জদের নিয়ে আগামী ৭ জুলাই একটি বৈঠক ডাকা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সাধারণ সম্পাদক বিএল সন্তোষ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন