এবার NDA জোটের অন্দরেই উঠল জাত গণনার দাবি! অবিলম্বে তথ্য প্রকাশের আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর

People's Reporter: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে আপনা দলের এই দাবি গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
প্রধানমন্ত্রী মোদীর সাথে অনুপ্রিয়া পটেল
প্রধানমন্ত্রী মোদীর সাথে অনুপ্রিয়া পটেল
Published on

এবার NDA শিবিরের অন্দরেই উঠল জাতিগত জনগণনার দাবি। মঙ্গলবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম শরীক আপনা দল (এস) প্রধান তথা কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল জনগণনার দাবি তুলেছেন। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে আপনা দলের এই দাবি গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা সোনেলাল পটেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি সমাবেশে অনুপ্রিয়া পটেল বলেন, “দলের প্রতিষ্ঠার সময় থেকেই আমরা জাতিভিত্তিক জনগণনার পক্ষে দাবি তুলে এসেছি। আমাদের নেতা সোনেলাল পটেলই সর্বপ্রথম ‘জিসকি জিতনি সংখ্যা ভারী, উসকি উতনি হিসসেদারি’ স্লোগান দিয়েছিলেন।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও জানান, “আমাদের দেশের সামাজিক কাঠামোর ভিতই হল জাতি। কিন্তু, ১৯৩১ সালের পর দেশে আর জাতিগত জনগণনা হয়নি। তাই আজকের দিনে জাতিগত জনগণনা সবচেয়ে বেশি প্রয়োজন। এর মাধ্যমে দেশে প্রত্যেকটি জাতির আসল জনসংখ্যা জানা যাবে। সমাজের দুর্বল সম্প্রদায়গুলির উন্নয়নের জন্য এটা খুব প্রয়োজন।”

এদিন অনুপ্রিয়া আরও জানান, “শুধুমাত্র জাতিগণনার উপর নির্ভর করা যাবে না। তথ্যের ভিত্তিতে আমাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জাতির তথ্যও প্রয়োজন পড়বে। নিপীড়িত ও নির্যাতিত মানুষদেরও সরকারি প্রকল্পের সুবিধা দিতে হবে। আমাদের দেশ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আর এই জাতিগত জনগণনা সেই গণতন্ত্রকেই আরও শক্তিশালী করবে।” এর পাশাপাশি, আপনা দল নেত্রী এদিন ওবিসি সম্প্রদায়ের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা ১৫ লক্ষ টাকা করারও দাবি জানিয়েছেন।

কিছুদিন আগেই জেডিইউ শাসিত বিহারে জাতিগণনা করে যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। কিন্তু বিজেপি বিহার সরকারের এই উদ্যোগের কড়া নিন্দা করেছে। কোনও রাজ্য বা দলের নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের বিরুদ্ধে জাতপাতের ভিত্তিতে দেশে বিভাজনের চেষ্টা করার অভিযোগ করেছেন। এদিকে, কংগ্রেসও প্রথম থেকেই জাতিগণনার পক্ষে সওয়াল করেছে। এমনকি মাস পাঁচেক আগে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে জাতিগণনার দাবি তুলেছিলেন কং সাংসদ রাহুল গান্ধী। আবার আসন্ন ভোটে মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ পাঁচ রাজ্যেই নির্বাচনী ইস্তেহারে কংগ্রেস জাতিগত জনগণনার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর সাথে অনুপ্রিয়া পটেল
Bihar: বিহারের জাতিগত সমীক্ষার রিপোর্ট অনুসারে মোট জনসংখ্যার ৬৩ শতাংশ অনগ্রসর শ্রেণি!
প্রধানমন্ত্রী মোদীর সাথে অনুপ্রিয়া পটেল
NewsClick: বৃহস্পতিবার নিউজক্লিক এডিটরের দায়ের করা আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in