২০২৪ সালেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবীশ। রবিবার লখনি শহরে বিজেপি কর্মীদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় একথা জানিয়েছেন মহারাষ্ট্র বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে।
মহারাষ্ট্রে এই মুহূর্তে শিবসেনা (একনাথ সিন্ধে গোষ্ঠী), বিজেপি এবং এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠীর) জোট সরকার ক্ষমতাসীন। গত বছরের জুন মাসে শিবসেনায় ভাঙন ধরলে শিবসেনা, কংগ্রেস, এনসিপির মহাবিকাশ আঘাদি জোট সরকারের পতন ঘটে। রাজনৈতিক মহলের মতে বিজেপির হস্তক্ষেপেই উদ্ধব সরকারের পতন ঘটানো হয়।
পরবর্তী সময়ে এনসিপি-তেও ভাঙন ধরে এবং দলীয় নেতা অজিত পাওয়ার তাঁর অনুগামীদের নিয়ে বিজেপি-শিবসেনা (একনাথ সিন্ধে গোষ্ঠী) জোট সরকারের সঙ্গী হন। বর্তমানে মহারাষ্ট্রের জোট সরকারের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পাওয়ার।
গতকাল বিজেপি কর্মীদের সভায় বাওয়ানকুলে প্রশ্ন করেন "মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন"? উত্তরে বিজেপি কর্মীরা ‘ফড়নবীশ ফড়নবীশ’ বলে সাড়া দেন। এরপরেই বিজেপি সভাপতি ওই মন্তব্য করেন।
তবে এই মন্তব্য করার পাশাপাশি দলীয় কর্মীদের জন্য লক্ষ্যও বেছে দিয়েছেন বিজেপি সভাপতি। তিনি বলেন, আমাদের প্রথম কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শক্তিশালী করার জন্য মহারাষ্ট্র থেকে ৪৫ জন সাংসদ নির্বাচিত করা এবং তাঁকে ২০২৪ সালের মে মাসে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পথ মসৃণ করা।
দ্বিতীয়ত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানে শাসক মহাযুতি জোটের জন্য দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবীশ যাতে শপথ নিতে পারেন সেই অবস্থা সুনিশ্চিত করা।
তৃতীয়ত আসন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশন/কাউন্সিল এবং অন্যান্য সিভিক নির্বাচনে বিজেপির যে কোনো সরকারি প্রার্থীর জন্য নিবেদিত হয়ে কাজ করা এবং বিপুল ভোটে তাদের বিজয় সুনিশ্চিত করা।
মহারাষ্ট্রের সমস্ত বিজেপি কর্মীকে এই ত্রিমুখী লক্ষ্য অর্জনের জন্য আগামী ১৩ মাস জন্য প্রতিদিন তিন ঘন্টা সময় দেবার আবেদন করেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা (ইউবিটি) সভাপতি উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করে, বাওয়ানকুলে বলেন, "মহারাষ্ট্রে একটি মাত্রই বাঘ আছে, আর তা হল ফড়নবীস।"
উল্লেখ্য গতকালই চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এবং সেই ফলাফলে বিজেপির সাফল্যের কারণে এদিন রাতেই দলীয় কর্মীসভায় অন্য মাত্রা যোগ হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন