শনিবার রাতে লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ১৯৫ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় যোগী রাজ্যের ৫১ টি আসনের নাম ছিল। যার মধ্যে নাম ছিল বারাবাঙ্কী আসনের বিদায়ী সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের। কিন্তু সোমবার তিনি ভোটে না লড়ার কথা জানান।
শনিবার রাতেই উপেন্দ্রের একটি আপত্তিকর ভিডিও (পিপলস রিপোর্টার যার সত্যতা যাচাই করেনি) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যার জেরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এরপর লোকসভা ভোটের লড়াই থেকে সরে আসার কথা জানান তিনি। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে (পূর্ববর্তী টুইটার) পোষ্ট করে উপেন্দ্র সিং লেখেন, ‘‘আমার একটি এডিটেড ভিডিও ভাইরাল হয়েছে। ডিপফেক প্রযুক্তির সাহায্যে ওই ভিডিও তৈরি করা হয়েছে। আমি দলের সর্বভারতীয় সভাপতির কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছি। নিজেকে নির্দোষ প্রমাণিত না করা পর্যন্ত আমি কোনও ভোটে লড়ব না।’’
সাংসদ উপেন্দ্র সিং রাওয়াত আরও বলেন, “আমি বারাবাঙ্কি থেকে আবার লোকসভার টিকিট পেতেই বিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছেন। এই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। আশা করব পুলিশ দ্রুত অপরাধীকে খুঁজে বের করবে।“
উল্লেখ্য, তালিকা প্রকাশের রাতেই উপেন্দ্রর একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আর তারপরেই উপেন্দ্র এই সিদ্ধান্ত নেন বলেই জানান তিনি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেন পিপলস রিপোর্টার।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে বারাবাঙ্কীর তৎকালীন সাংসদ প্রিয়াঙ্কা সিং রাওয়াতকে সরিয়ে উপেন্দ্র সিং রাওয়াতকে টিকিট দেওয়া হয়েছিল। সেবারের লোকসভাতে বিপুল ভোটে জয় পান তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন