Lok Sabha Polls 24: আপত্তিকর ভিডিয়োর জের! লোকসভা ভোট থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী

People's Reporter: উপেন্দ্র সিং লেখেন, ‘‘ডিপফেক প্রযুক্তির সাহায্যে ওই ভিডিও তৈরি করা হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণিত না-করা পর্যন্ত আমি কোনও ভোটে লড়ব না।’’
লোকসভা ভোট থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াত
লোকসভা ভোট থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াত গ্রাফিক্স চিত্র
Published on

শনিবার রাতে লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ১৯৫ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় যোগী রাজ্যের ৫১ টি আসনের নাম ছিল। যার মধ্যে নাম ছিল বারাবাঙ্কী আসনের বিদায়ী সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের। কিন্তু সোমবার তিনি ভোটে না লড়ার কথা জানান।

শনিবার রাতেই উপেন্দ্রের একটি আপত্তিকর ভিডিও (পিপলস রিপোর্টার যার সত্যতা যাচাই করেনি) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যার জেরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এরপর লোকসভা ভোটের লড়াই থেকে সরে আসার কথা জানান তিনি। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে (পূর্ববর্তী টুইটার) পোষ্ট করে উপেন্দ্র সিং লেখেন, ‘‘আমার একটি এডিটেড ভিডিও ভাইরাল হয়েছে। ডিপফেক প্রযুক্তির সাহায্যে ওই ভিডিও তৈরি করা হয়েছে। আমি দলের সর্বভারতীয় সভাপতির কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছি। নিজেকে নির্দোষ প্রমাণিত না করা পর্যন্ত আমি কোনও ভোটে লড়ব না।’’

সাংসদ উপেন্দ্র সিং রাওয়াত আরও বলেন, “আমি বারাবাঙ্কি থেকে আবার লোকসভার টিকিট পেতেই বিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছেন। এই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। আশা করব পুলিশ দ্রুত অপরাধীকে খুঁজে বের করবে।“

উল্লেখ্য, তালিকা প্রকাশের রাতেই উপেন্দ্রর একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আর তারপরেই উপেন্দ্র এই সিদ্ধান্ত নেন বলেই জানান তিনি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেন পিপলস রিপোর্টার।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে বারাবাঙ্কীর তৎকালীন সাংসদ প্রিয়াঙ্কা সিং রাওয়াতকে সরিয়ে উপেন্দ্র সিং রাওয়াতকে টিকিট দেওয়া হয়েছিল। সেবারের লোকসভাতে বিপুল ভোটে জয় পান তিনি।

লোকসভা ভোট থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াত
Lok Sabha Polls 24: প্রার্থী তালিকাতে থাকার পরেও নাম প্রত্যাহার একাধিক BJP প্রার্থীর!
লোকসভা ভোট থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াত
Lok Sabha Polls 24: 'নরেন্দ্র মোদী আমাকে ক্ষমা করেননি' - টিকিট না পেয়ে হতাশা প্রজ্ঞা ঠাকুরের
লোকসভা ভোট থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াত
Lok Sabha Polls 24: দল মনোনয়ন দেয়নি - রাজনীতি থেকে অবসর ঘোষণা করলেন বিজেপি নেতা হর্ষ বর্ধন
লোকসভা ভোট থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াত
Lok Sabha Polls 24: রাজ্যের ২০ কেন্দ্র সহ প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in