ফের বেলাগাম দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুরে ভোট প্রচারে গিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করলেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। যে মন্তব্যকে 'কুরুচিকর' বলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল।
আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিনই নির্বাচনী প্রচারে গিয়ে বেলাগাম আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। দলীয় এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) দিলীপ ঘোষের বক্তব্যের এক ভিডিও পোষ্ট করে তৃণমূল লিখেছে, "মা দুর্গার বংশকে চ্যালেঞ্জ করা থেকে এখন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশকে প্রশ্ন করছেন।“ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
তৃণমূলের এক্স হ্যান্ডেলে আরও লেখা হয়, "দিলীপ ঘোষের বাংলার মহিলাদের জন্য কোনো সম্মান নেই। তা হিন্দুধর্মের শ্রদ্ধেয় দেবী হোক বা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হোক।"
ওই ভিডিওতে দিলীপ ঘোষকে বলতে শোনা গেছে, "দিদি গোয়ায় গিয়ে বলে, 'আমি গোয়ার মেয়ে', তারপর ত্রিপুরায় গিয়ে বলে, 'আমি ত্রিপুরার মেয়ে'। আগে ঠিক কর, তোমার বাবা কে। শুধু কারোর মেয়ে হওয়া ভালো না।"
দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। চিঠিতে লেখা হয়েছে, বর্ধমান-দুর্গাপুরে বিজেপি-র প্রার্থী দিলীপ ঘোষ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন, যা প্রায় সব সংবাদমাধ্যমে দেখানো হয়েছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে, দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন কুণাল ঘোষ। এক ভিডিও বার্তার মাধ্যমে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন, "ছিঃ দিলীপ ঘোষ ছিঃ। আপনার দল আপনাকে মেদিনীপুর থেকে বহিষ্কার করেছে। আপনি সেখানে কথা বলতে পারেন না, তাই আপনি আপনার হতাশা প্রকাশ করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। তিনি সাতবারের সাংসদ, চারবার কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি সারাদেশে জনপ্রিয়। তিনি ভারতের মেয়ে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন