Lok Sabha Polls 24: চলতি মাসের শেষেই ১০০ আসনে প্রার্থী ঘোষণা BJP-র! তালিকায় বাংলার কোন কোন কেন্দ্র?

People's Reporter: আগামী ২৯ ফেব্রুয়ারি দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে খবর।আর সেই বৈঠকের পরেই ১০০ আসনের প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি।
নরেন্দ্র মোদী, অমিত শাহ
নরেন্দ্র মোদী, অমিত শাহফাইল চিত্র
Published on

মার্চ মাসের ১৩ অথবা ১৪ তারিখের আশেপাশে লোকসভা ভোটের সূচি প্রকাশিত হতে পারে। সম্ভবত এপ্রিলেই নির্বাচন। তার আগে ফেব্রুয়ারী মাসের শেষেই বিজেপি তাদের প্রথম তালিকা ঘোষণা করতে পারে, যেখানে ১০০ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এমনটাই জানা যাচ্ছে সূত্রে। সেই তালিকায় নাম থাকতে পারে নরেন্দ্র মোদী, অমিত শাহদের মতো হেভিওয়েট নেতাদের নাম।

আগামী ২৯ ফেব্রুয়ারি দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে খবর।আর সেই বৈঠকের পরেই ১০০ আসনের প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। প্রথম তালিকাটি গুরুত্বপূর্ণ হবে কারণ কেন্দ্রের শাসক দলটি ৫৪৩ টি আসনের মধ্যে ৩৭০ টি আসনে জয়ের বিশাল লক্ষ্য নির্ধারণ করেছে এবং এনডিএ জোটের ৪০০ টি আসন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী বারাণসী থেকে পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন।২০১৪ সালে ৩.৩৭ লক্ষ ভোটের বিশাল ব্যবধানে জিতেছিলেন মোদী এবং ২০১৯ সালে জিতেছিলেন ৪.৮ লক্ষ ভোটে। অন্যদিকে, অমিত শাহ ২০১৯ সালের নির্বাচনে গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে ওই আসনটি ছিল বিজেপির প্রবীণ নেতা এল কে আদবাণীর।

বিজেপি সূত্রের খবর, প্রথম দফায় যে একশো আসনের প্রার্থী ঘোষণা করা হবে, সেই তালিকায় বাংলার বেশ কিছু আসন আছে। এছাড়া, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর আসন আছে। 

এই মাসের শুরুর দিকে লোকসভায় প্রধানমন্ত্রী মোদী বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'-কে কটাক্ষ করে বলেছিলেন, "আমি আন্দাজ করতে পারি জনগণ কী চাইছে। তারা এনডিএকে ৪০০ টির বেশি আসন এবং বিজেপিকে কমপক্ষে ৩৭০ টি আসনে জেতাবে।"

উল্লেখ্য, আগামী মাসের প্রথম সপ্তাহে তিনবার বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। ১ মার্চ আরামবাগে ও ২ মার্চ কৃষ্ণনগরে সভা করতে পারেন তিনি। ৮ মার্চ বারাসাতের কাছারি ময়দানে সমাবেশ করবেন তিনি। 

নরেন্দ্র মোদী, অমিত শাহ
Lok Sabha Polls 24: পরে দল, আগে দেশ - চার রাজ্যে কংগ্রেস-আপ আসন সমঝোতা চূড়ান্ত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in