লোকসভা নির্বাচনের আগেই বিজেপির কাছে ব্যর্থ হলো 'ইন্ডিয়া' মঞ্চ! পাঞ্জাবের চণ্ডীগড় মেয়র নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী মনোজ সোনকর। কংগ্রেস এবং আপ এক জোট হয়ে লড়াই করলেও কোনও লাভ হয়নি।
এখনও বিভিন্ন রাজ্যে 'ইন্ডিয়া' মঞ্চের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পাঞ্জাবেও কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে জট এখনও কাটেনি। তবে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপিকে রুখতে আপ এবং কংগ্রেস জোট বেঁধে লড়াইয়ের ঘোষণা করেছিল। সেইমতো লড়াইও হয়। মোট ৩৬টি ভোটের মধ্যে ২০টি যায় জোটপ্রার্থী কুলদীপ সিং-র ঝুলিতে এবং বাকি ১৬টি যায় বিজেপি প্রার্থীর ঝুলিতে। এই নির্বাচনে এক্স অফিসিও মেম্বার হিসেবে স্থানীয় বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কিরণ খের-ও ভোট দেন।
সকলেই ভেবছিলেন মেয়র হচ্ছেন আপের কুলদীপ সিং। কিন্তু জোটপ্রার্থীর ৮টি ভোট বাতিল ঘোষণা হতেই বাধে বিপত্তি। ৮টি ভোট কমে যাওয়ায় জোটপ্রার্থীর মোট ভোট সংখ্যা দাঁড়ায় ১২টি এবং বিজেপি প্রার্থীর ১৬টি ভোটই থাকে। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে জয়ী ঘোষণা করা হয় বিজেপির মনোজ সোনকরকে।
আপ ও কংগ্রেসের অভিযোগ, ষড়যন্ত্র করে ৮টি ভোট বাতিল করা হয়েছে। যাতে বিজপি প্রার্থীর জয় হয়। চণ্ডীগড় মেয়র নির্বাচন নিয়ে সরব হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "চণ্ডীগড় মেয়র নির্বাচনে প্রকাশ্য দিবালোকে যেভাবে বেইমানি করা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। মেয়র নির্বাচনে এই মানুষগুলো যদি এতটা নীচে নামতে পারে, তাহলে দেশের নির্বাচনে তারা যেকোনও পর্যায়ে যেতে পারে। এটা খুবই উদ্বেগজনক"।
৩৫ সদস্যের চন্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপির ১৪ জন কাউন্সিলর। অন্যদিকে আপ-এর ১৩ এবং কংগ্রেসের ৭ কাউন্সিলর আছে। শিরোমণি আকালি দলের আছে ১ কাউন্সিলর।
২০২১ সালের নির্বাচনে ৩৫টি আসনের মধ্যে ১৪টি আসনে জয়লাভ করে আপ। ১২ আসনে জিতে দ্বিতীয় হয় বিজেপি। কংগ্রেস পেয়েছিল ৮টি আসন, এবং শিরোমণি আকালি দল জয়লাভ করে একটি আসনে। মেয়র ও ডেপুটি মেয়র পদের নির্বাচনের সময় কংগ্রেসের এক কাউন্সিলর যোগ দেন বিজেপিতে। অন্যদিকে, আপের এক কাউন্সিলরের ভোট বাতিল হয়। ফলে মেয়র পদে বিজেপি জিতে যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন