ভোটে জয়ী হয়ে বিধায়ক হওয়ার আগেই মন্ত্রী ঘোষণা করে দিয়েছিল বিজেপি। নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গেলেন তিনি। রাজস্থানের করণপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনারের কাছে হেরে গেলেন সুরেন্দর পাল সিং টিটি, যিনি নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন।
গত ৫ জানুয়ারি করণপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়। সোমবার ফল প্রকাশের পর দেখা যায়, বিজেপির সুরেন্দর পাল ১২০০০ ভোটে হেরে যান কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনারের কাছে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে রাজস্থানে বিধানসভা নির্বাচন হয়। করণপুরের কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনার নির্বাচনের কয়েকদিন আগেই মারা যান। তাই এই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। গুরমিত সিং কুনারের ছেলেকে প্রার্থী করে কংগ্রেস।
করণপুরার নির্বাচনী ফলাফল অনুসারে কংগ্রেস প্রার্থী মোট পেয়েছেন ৯৪,৯৫০ ভোট (৪৮.৫৫%)। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেন্দ্রর পাল সিং পেয়েছেন ৮৩,৬৬৭ ভোট (৪২.৭৮%)। এই কেন্দ্রে তৃতীয় স্থানে আছেন আম আদমি পার্টির পৃথ্বীপাল সিং। তিনি পেয়েছেন ১১,৯৪০ ভোট (৬.১%)। এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল ১,৯৫,৫৮৬ ভোট।
নির্বাচনের আগে থেকেই এই কেন্দ্রটি সংবাদ শিরোনামে উঠে এসেছিল। ভোট হওয়ার আগেই সুরেন্দর পালকে মন্ত্রিসভার সদস্য করেন মুখ্যমন্ত্রী ভজনলাল। স্বাধীন প্রতিমন্ত্রি করে চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।
বিজেপির এই সিদ্ধান্তে নির্বাচন কমিশনের কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছিল কংগ্রেস। ভোটারদের প্রভাবিত করতে চাইছে বিজেপি বলে অভিযোগ করেন কংগ্রেস নেতারা।
এই জয়ের ফলে রাজস্থানে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৬৯ থেকে বেড়ে হল ৭০। রুপিন্দর সিংকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “করণপুরে জয়ী হওয়ার জন্য কংগ্রেস প্রার্থী শ্রী রুপিন্দর সিং কুন্নারকে অনেক আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। করণপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির অহংকারকে পরাজিত করেছে। বিজেপিকে শিক্ষা দিয়েছে জনগণ। নির্বাচনের প্রার্থীকে মন্ত্রী বানিয়ে আচরণবিধি এবং নৈতিকতা লঙ্ঘন করেছে বিজেপি।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন